× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সরকার উৎখাতের খেলা বিপজ্জনক : ইনু

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৪:২৪ পিএম

শুক্রবার কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। প্রবা ফটো

শুক্রবার কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। প্রবা ফটো

নির্বাচন সামনে রেখে বিএনপির সরকার উৎখাতের আন্দোলন দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বিএনপি একমাত্র দল যারা অপরাধীদের পক্ষে ওকালতি করে। যারা অপরাধীদের পক্ষে ওকালতি করে, তারা বাংলাদেশে না দিতে পারবে গণতন্ত্র, না দিতে পারবে আইনের শাসন। সুতরাং, কার্যত নির্বাচনকে সামনে রেখে বিএনপি সরকার উৎখাতের যে জঘন্য খেলা খেলছে তা বাংলাদেশের জন্য বিপজ্জনক।’

শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নে মিরপুর-ভেড়ামারা সড়কের উদ্বোধন শেষে ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে, বাজারে, অফিসে, আদালতে বিভিন্ন রকম ঘটনা যেগুলো ঘটছে, সেই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে সরকার উৎখাতের স্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু বাস্তবে হচ্ছে সরকার মাঠে-ঘাটে যাই ঘটুক না কেন সাথে সাথে আমলে নিচ্ছে এবং প্রতিকারের ব্যবস্থা করছে। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সরকার উৎখাতের কর্মসূচি দান সম্ভব হচ্ছে না। এই জন্যে যে, সরকার ঘটনা ঘটলেই প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে। এটা এ সরকারের একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক।’

ইনু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে উচ্ছৃঙ্খল ছেলেদের ঘটনা ঘটার সাথে সাথে বহিষ্কার করা হচ্ছে, শাস্তি হচ্ছে। কেউ খুন করলে গ্রেপ্তার হচ্ছে। কেউ নারী নির্যাতন করলে গ্রেপ্তার হচ্ছে। চুরি করলে, সরকারি অফিসে কর্মচারী ক্ষমতার অপব্যবহার করলে তার বরখাস্ত হচ্ছে। সুতরাং ঘটনা ঘটলেই সরকার, শেখ হাসিনার আমলে প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে। কিন্তু অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল ঘটনা ঘটলে তারা ব্যবস্থা নিত না। বরঞ্চ অপরাধীদের রক্ষার ব্যবস্থা করতো।’

তিনি বলেন, ‘আমি এইভাবে বলব, যেখানে অপরাধীদের রক্ষার ব্যবস্থা চলে, ঘটনা ঘটলেই ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়, সেইখানে কিন্তু একটা গণআন্দোলনের গণঅভ্যুত্থানের সম্ভাবনা দেখা দেয়। সুতরাং আজকে ঘটনা ঘটলেই বিএনপির সরকার উৎখাতের দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই থেকে যাবে। কিন্তু সরকার উৎখাত সম্ভব হবে না। কারণ প্রতিটা ঘটনার উপরেই সরকার প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে। তাই আমি বাধ্য হয়ে বলছি, বিএনপির সরকার উৎখাতের ফাঁকা আওয়াজটা, কাটা রেকর্ডের মত বাজছে।’

হাসানুল হক ইনুর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কারশেদ আলমসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা