× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

১০ দফা ও ‘সরকারের দুর্নীতি’র প্রতিবাদে বিএনপির সমাবেশ শনিবার

প্রবা প্রতিবেদক

১৭ মার্চ ২০২৩ ১৯:১১ পিএম । আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৯:৪৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রবা ফটো

যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবির সঙ্গে ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদে শনিবার (১৮ মার্চ) ঢাকাসহ দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারের দুর্নীতিকে জনগণের সামনে তুলে ধরতে এখন থেকে ধারবাহিকভাবে নানা কর্মসূচি দেওয়া হবে বলেও জানা গেছে।

বিএনপির মিত্র জোট ও দলগুলোও ঢাকায় পৃথকভাবে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

তাইফুল ইসলাম টিপু জানান, ঢাকা মহানগরীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় প্রতিবাদ সমাবেশ হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের জ্যেষ্ঠ নেতারা।

সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব যথাক্রমে আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

তাইফুল ইসলাম টিপু জানান, অন্য মহানগর ও শহরগুলোতে আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা যাবেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় নারায়ণগঞ্জ, ডক্টর আব্দুল মঈন খান খুলনা, নজরুল ইসলাম খান কুমিল্লা, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বেগম সেলিমা রহমান রংপুরে যাবেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যানদের মধ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সিলেট, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বরিশাল, বরকত উল্লাহ বুলু গাজীপুর, মোহাম্মদ শাহজাহান ফরিদপুর, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন রাজশাহী, শামসুজ্জামান দুদু ময়মনসিংহের সমাবেশে উপস্থিত থাকবেন।

এদিকে বিএনপির মিত্র জোট ও দলগুলো পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় পল্টন মোড়, ১২ দলীয় জোট বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে,  জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে, গণফোরাম বেলা ১১টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে, এলডিপি বেলা ৩টায় কারওয়ানবাজার এফডিসিসংলগ্ন এলডিপি অফিসের সামনে ও  গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথকভাবে সমাবেশ করবে।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা