× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জকে নতুন বৌয়ের মতো সাজাতে চাই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ২২:৩৫ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ২২:৩৬ পিএম

সিদ্ধিরগঞ্জে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একেএম শামীম ওসমান। প্রবা ফটো

সিদ্ধিরগঞ্জে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একেএম শামীম ওসমান। প্রবা ফটো

বঙ্গবন্ধুকন্যার সৈনিক হিসেবে কাজ করে যেতে চাই এবং তার নেতৃত্বে নারায়ণগঞ্জকে নতুন বৌয়ের মতো সাজাতে চাই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে যারা গীবত গান, তাদের বলতে চাই, এগুলো করে কোনো লাভ হবে না।’ শুক্রবার (১৭ মার্চ ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা আগরতলা থেকে পালিয়ে এসেছিলেন, দেশে এসে মানুষের সম্পদ লুট করেছেন। নারায়ণগঞ্জে এখন অনেকে অনেক বড় বড় কথা বলছেন। আমাদের গালাগালি করে, আমি শুনি না। আমি তাদের উত্তর দিতে চাই না। জনগণ বোঝে । তারা এখন বোকা না। আল্লাহ একজন আছেন, তিনি এর জবাব দিবেন। আল্লাহকে চেনার চেষ্টা করছি। গীবত করা যে কত খারাপ, তা কোরআনে বলা আছে।’

এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন, আমরা ডিএনডি প্রজেক্ট করেছি। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দেশের সবচেয়ে সুন্দর রোড হয়েছে। আমি চাইনি, কিন্তু এটার নাম আমার বাবার নামে দিয়েছেন প্রধানমন্ত্রী। আমার বড় ভাইয়ের নামে সেতু দিয়েছেন। চাষাঢ়া- আদমজী সড়ক আমার মায়ের নামে দিয়েছে। আমাদের বলতে হয় নাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যা চেয়েছেন তাই পেয়েছেন বলে জানান শামীম ওসমান। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে কিছু দিনের মধ্যে পাঁচশ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ শুরু হবে। আমি তার কাছে বিশ্ববিদ্যালয় চেয়েছি। আমি বলেছি, এটা নারায়ণগঞ্জের মানুষের প্রাপ্য। কিছুদিনের মধ্যে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। শেখ কামাল আইটি ইনিস্টিউটের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে।’

এমপি শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে নিষিদ্ধপল্লী উঠিয়ে দিয়েছিলাম। কেউ একজন ওই নিষিদ্ধ পল্লীর নিষিদ্ধ সন্তান। যাকে এক মহিলা ঢাকায় নিয়ে এসেছিল। যে নিষিদ্ধ পল্লীর সন্তান কিনা বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ছোট ভাইকে হত্যা করেছিল।’

নিজের পরিবার প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘আমার রাজনীতি করার কথা না। উন্নত বাংলাদেশে থাকার কথা। কিন্তু হত্যা করা হয়েছিল আমাদের শৈশবকে, যৌবনকে। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, আমি তোমাদের চেয়েও ছোট ছিলাম। আমার বাবা সামান্য কিছু অস্ত্র হাতে নিয়ে প্রতিবাদ গড়ার চেষ্টা করছিল। আমার বড় ভাই অস্ত্র হাতে বেরিয়ে পড়েছিল। খন্দকার মোশতাক আমার বাসায় ফোন করেছিল। আমি ফোন ধরি, বলেছিলাম আব্বা বাসায় নেই। আমার মা ফোন নিয়েছিলেন। মোশতাকের প্রস্তাবে মা বললেন, আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় যোগ দেন, প্রথমে চেষ্টা করবো তাকে হত্যা করতে। তা না পারলে নিজে আত্মহত্যা করব।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ শাখার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতাখারুল আলম খোকন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা