× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃণমূলের নেতাকর্মীরা কখনও বেঈমানি করে না : যুবলীগ চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ২০:৪৩ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ২০:৫৪ পিএম

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রবা ফটো

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রবা ফটো

তৃণমূলের নেতাকর্মীরা কখনও বেঈমানি করে না বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ

তিনি বলেন, ‘বেঈমানি করে বড় নেতারা। তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রধান ভরসা।’

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর বংশালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘ নেতাদের বলব, আমাদের তৃণমূল কর্মীদের সম্মান দিয়ে কথা বলবেন। তারাই আমাদের প্রধান ভরসা। তারাই বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রকৃত সৈনিক। তারা আছে বলেই আমরা নেতা।’


সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ। অনুষ্ঠনে প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বক্তব্যে বিএনপির উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘রাজনীতিতে নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো নেতা নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে দণ্ডপ্রাপ্ত হলে পৃথিবীর কোনো দেশেই তিনি রাজনীতি করতে কিংবা নির্বাচনে অংশ নিতে পারেন না। খালেদা জিয়া এতিম শিশুদের কল্যাণে রক্ষিত অর্থ আত্মসাতের কারণে দণ্ডপ্রাপ্ত। এই ধরনেই জঘন্য অপরাধের আভিযোগ পৃথিবীর খুব কম রাজনীতিবিদের বিরুদ্ধেই শোনা যায়। দেশের সর্বোচ্চ আদালত ইতোমধ্যে খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন। এজন্যই আসলে বিএনপি এখন নির্বাচনে যেতে চাচ্ছে না; এই বিষয়টি এখন পরিষ্কার। নির্বাচনে যাওয়ার শক্তি বা ক্ষমতা তাদের নাই।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ গড়ার দায়িত্ব কাঁধে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা অনেকে নিজেদেরকে ‘মুজিবাদের’ সৈনিক বলে দাবি করি। মুজিব মানে দেশপ্রেম, দেশের মানুষের জন্য ত্যাগ শিকার করা, জাতীয়তাবোধ, সততার রাজনীতি এবং সেবামূলক রাজনীতি। এই তাৎপর্যগুলো বুকে ধারণ করে আগামীর প্রজন্মের উন্নত দেশ গড়ার কাজে মননিবেশ করতে হবে।’

অনুষ্ঠানে মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘ঢাকার রাজপথে ঢাকা মহানগর যুবলীগ উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। এই দক্ষিণ যুবলীগ থেকে নূর হোসেন-ফাত্তাহ হয়েছে, পোস্টার হয়েছে, তারপরও শেখ হাসিনার প্রশ্নে যুবলীগের নেতাকর্মীরা আপস করেনি। শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন ঢাকা মহানগর দক্ষিণসহ সারাদেশের যুবলীগের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সব সময় প্রস্তুত আছে, থাকবে।’

এ ছাড়া আরও বক্তব্য দেন, যুবলীগের প্রেসডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির, সহ-সম্পাদক এহতাসামুল হাসান ভূইয়া রুমি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা