× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে নির্বাচনে আসতে ভয় পাচ্ছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ২০:২৪ পিএম

রাজধানীর টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে অতিথিরা। প্রবা ফটো

রাজধানীর টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে অতিথিরা। প্রবা ফটো

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমাল।

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন করবেনও না, আবার নির্বাচন করতেও দেবেন না। এটা কোনো রাজনৈতিক দলের কথা হতে পারে না। আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে কি আবার তারা ষড়যন্ত্র করছেন? যদি আপনারা ক্ষমতার পালাবদল করতে চান। তাহলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। অতএব, বিভ্রান্তমূলক কথা বলে জনমনে আতঙ্ক সৃষ্টি করবেন না।’
বুধবার (২২ মার্চ) বিকালে রাজধানীর টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আরও অনেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী। সারা বিশ্বের কাছে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে উন্নত দেশে পরিণত হচ্ছে। তার এই জনপ্রিয়তা দেখে বিএনপি ভয় পাচ্ছে। আর এজন্য তারা নির্বাচনে আসতে চাচ্ছে না।’
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘রাজনীতিতে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম ছাড়া শুধু পদ-পদবি নিয়ে রাজনৈতিক আসনে অধীন হওয়ার আর সুযোগ নেই। আমাদের প্রয়োজন পরিশ্রমী কর্মীবাহিনী। আজকের সম্মেলের মধ্য দিয়ে আপনাদের এমন নেতৃত্ব সৃষ্টি করতে হবে, যারা জনকল্যাণমূলক কাজ করে ও জনসম্পৃক্ততা রয়েছে।’
তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধু বলতেন, ‘নেতৃত্ব আসে সংগ্রাম ও প্রক্রিয়ায়’। অতএব তদবির করে নেতা হওয়া বন্ধ করুন। শেখ হাসিনা দেশ গড়ার যে সংগ্রাম করছেন, তার সঙ্গে আপনারা নিজেদের আত্ম নিয়োগ করুন। প্রয়োজনে আত্মত্যাগ করুন।’
যুবলীগ চেয়ারম্যান বিএনপির উদ্দেশে বলেন, ‘তারা যুদ্ধাপরাধীদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিল। তাহলে কিভাবে তাদের নেতা খালেদা জিয়া আপসহীন নেতা হন? ২০০১ সালে বিএনপি যখন সংখ্যালঘুদের হামলা করেছিল, তখন তাদের গণতন্ত্র কোথায় ছিল? যুবলীগ মহানগর উত্তর সব নৈরাজ্য রাজপথে রুখে দেবে। আমরা যুবলীগ ঐক্যবদ্ধ ও সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রশ্নে আপসহীন।’
মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি আজকে মানবাধিকারের কথা বলে। আমি প্রশ্ন রাখতে চাই, তারা যখন আমাদের যুবলীগের নেতাকর্মীদের হত্যা করেছিল, সেদিন মানবাধিকার কোথায় ছিল? আমরা যুবলীগ প্রস্তুত। জননেত্রী শেখ হাসিনা প্রশ্নে, স্বাধীনতা প্রশ্নে ও সরকারের উন্নয়নের প্রশ্নে যুবলীগ আপসহীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা