× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এরশাদের প্রশংসায় পঞ্চমুখ কাদের সিদ্দিকী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২১:২৪ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ২১:৩২ পিএম

 কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকে গণ-আন্দোলনে পতিত সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, পল্লীবন্ধু অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। বঙ্গবন্ধুর পরই আমি পল্লীবন্ধুকে ভালোবেসেছি।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপার চেয়ারম্যান জিএম কাদের। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথির বক্তৃতায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যারা সেনাবাহিনী থেকে রাজনীতিতে এসেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়া আমি সবাইকে ঘৃণা করি। এরশাদ সাহেবকে শ্রদ্ধা করি, ভালোবাসি শুধু এই কারণে যে, তিনি জেলে থেকেও পাঁচটি করে আসনে এমপি হয়েছেন দুইবার।

রাজনীতির ময়দানে ম্রিয়মাণ জাতীয় পার্টিকে বড় দল বা জোটের সঙ্গ ছেড়ে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, বটগাছের নিচে দূর্বাঘাসও জন্মে না। তাই রাজপথে নেমে জাতীয় পার্টিকে গায়ে রোদ লাগাতে হবে। রাজপথে নামলে জাতীয় পার্টির বিজয় কেউ ঠেকাতে পারবে না। জাতীয় পার্টির নেতারা জানেন না, দেশের মানুষ কত ভালোবাসে জাতীয় পার্টিকে।

সভাপতির বক্তব্যে জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, দেশে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। গণমুখী উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের নামে মুষ্টিমেয় মানুষ আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। দেশকে যদি দেহ ধরা হয়, তাহলে বর্তমানে উন্নয়নের নামে রক্তশূন্য দেশে গয়না পরানো হচ্ছে। দেশের জীবনীশক্তি শুষে খাওয়া হচ্ছে। সঠিকভাবে তদন্ত করলে প্রচুর অনিয়ম, দুর্নীতি ও অপচয়ের প্রমাণ বেরিয়ে আসবে। জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ২০২১ সালে আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ছিল, এখন ২০ বিলিয়ন কেন? ব্যাংকের হাজার কোটি টাকা লুটপাট হলো, কারো শাস্তি হলো না কেন?

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য হাফিজ আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, নাজমা আকতার, শেরীফা কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা