স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রবা ফটো
স্বাধীনতার ৫২ বছরেও মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া জাতীয় ব্যর্থতা বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রবিবার (২৬ মার্চ) ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘৫২ বছর পরও মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে না পারা আমাদের বিরাট জাতীয় ব্যর্থতা। স্বাধীনতার পাঁচ দশক পরও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে না পারা ক্ষমাহীন অপরাধের শামিল। টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও কেবল সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গির কারণে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে পারেনি। এটা আওয়ামী লীগ ও বর্তমান সরকারের জন্য অবমাননাকর।’
দেশের বিরাট জনগোষ্ঠী স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত দাবি করে তিনি বলেন, ‘মুষ্টিমেয় শ্রেণি এর সুফল ভোগ করছে। এখনও মানুষের মৌলিক গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত হয়নি। বর্তমানে ভোটের অধিকার অস্বীকৃত, গণতান্ত্রিক অধিকার সংকুচিত, ২৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ধনী ও গরিবের সীমাহীন বৈষম্য পাকিস্তানি সময়ের মতো এক দেশ দুই সমাজ; দুই অর্থনীতি কায়েম করেছে।’
আওয়ামী লীগের সমালোচনা করে সাইফুল হক বলেন, ‘গত পাঁচ দশকে রাষ্ট্র জনগণের ভরসা ও আশ্রয়স্থল না হয়ে নিপীড়কের ভূমিকায় আবির্ভূত হয়েছে। শাসক দলের নেতৃত্বে রাষ্ট্রীয় সন্ত্রাস গণ-আতঙ্কে পরিণত হয়েছে। শাসক দল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারকে ছেঁড়া কাগজে পরিণত করেছে। তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেশকে মহাবিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে।’
চলমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে মুক্তিযুদ্ধের মতো আরও একটি জাগরণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, অরবিন্দু বেপারি বিন্দু, জসিম উদ্দিন রাঢ়ী, মীর রেজাউল আলম প্রমুখ।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.