× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ হচ্ছে : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৫:০৪ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৬:০০ পিএম

ওবায়দুল কাদের। ফাইল ফটো

ওবায়দুল কাদের। ফাইল ফটো

রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশে এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ও পক্ষপাতমূলক সংবাদ করা হচ্ছে। এগুলো হলুদ সাংবাদিকতা।’

সম্প্রতি সাভারে একটি জাতীয় দৈনিকের বিতর্কিত সংবাদ নিয়ে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ‘সাভারে একটা বাচ্চার হাতে ১০ টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলো। এটা হলুদ সাংবাদিকতা, এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে।’

মতবিনিময় সভায় আগামী সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। বলেন, ‘বিএনপি যতই তত্ত্ববধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক, তা কখনো পূরণ হবে না।

‘তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরতে পারব না আমরা। ইইউসহ সবাই চায় দেশে সুষ্ঠু নির্বাচন হোক। অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।’

বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসা না আসা নিয়ে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, তা নিয়েতো আমাদের উদ্বেগের কিছু নেই। কারণ আমরা সংবিধান মেনেই নির্বাচন করব।

তিনি অভিযোগ করেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি। এখন আর কেয়ার টেকারের প্রয়োজন নেই। বিএনপি ২০০১ এর মতো কেয়ার টেকার সরকার চায়, দলীয় কেয়ার টেকার।

দলটির চলমান আন্দোলন নিয়েও সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঢাক ঢোল পিটিয়ে আন্দোলন হয় না। তাদের আন্দোলন নেতাকর্মীদের মধ্যে সীমিত। জনগণের অংশগ্রহণ ছিল না। গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনও করতে পারেনি বিএনপি।’

মন্ত্রিসভায় গণপ্রতিনিধিত্ব সংশোধিত আইন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মন্ত্রিসভায় এটার নীতিগত অনুমোদন হয়েছে। চূড়ান্ত হয়নি। আইন মন্ত্রণালয়ে এখন এটি ভোটিং হবে। চূড়ান্ত অনুমোদনের আগে ফলাও করে বলার সুযোগ নেই।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, ‘ভোগ্যপণ্যের দাম কমছে। ধীরে ধীরে আরো কমবে। শুধু দেশে না, সারা দুনিয়াতে পণ্যের দাম বাড়ছে। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের বহু দেশ এ দেশের প্রশংসা করছে, নিত্যপণ্যের দাম বাড়ছে সত্যি, তারপরও বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ এখনো ভালো আছে।’

‘এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে’

সড়ক দুঘটনা নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘একটু কি খবর নিয়েছেন, আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে কয়টা অ্যাক্সিডেন্ট হচ্ছে? কত লোক মারা যায়? এই যে গতকাল সৌদি আরবে ২০ জন মারা গেল, এর মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন অ্যাক্সিডেন্টের জন্য। এটি নিয়ে আপনি কি বলবেন? অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলবেন। চাকা ব্লাস্ট (মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা) হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হতেই পারে। এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে।’

সড়ক দুর্ঘটনা দিয়ে সড়কে উন্নয়নের সাফল্য ম্লান করা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একটা মন্ত্রণালয়ের যতগুলো মেগা প্রজেক্ট এ পর্যন্ত উদ্বোধন হয়েছে এ সরকারের আমলে, যতগুলো মেগা প্রজেক্ট এখানে হচ্ছে, অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য, সেটাকে ম্লান করে শুধু অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট তো পৃথিবীর সব দেশেই হচ্ছে। অ্যাক্সিডেন্ট দিয়ে সেটাকে তো ঢেকে দেওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘পলিটিক্যালি মোটিভেটেড নিউজ যখন করা হয়, এটা কেউ কেউ অনেক আগে থেকেই করে আসছে এবং যেখানে সাফল্য বেশি সেখানে অ্যাটাক করার একটা কৌশল থাকতে পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘যখন পলিটিক্যাল কোনো মোটিভেশন থাকে সংবাদপত্র বা মিডিয়ার কোনো যোগসাজশ থাকে, তখনও এ ধরনের নিউজ হতে পারে। এটা আর কোনো দেশে হয় না। সৌদি আরবে ২০ জন মারা গেছে, এটা নিয়ে সেখানে কেউ কোনো কথা বলেছে, এমন কিছু আমরা শুনিনি। ভারতে প্রতিদিন কত লোক মারা যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট নিয়ে একটা মন্ত্রণালয়ের সাফল্যের বিচার করা, একটা মন্ত্রণালয়ের ব্যর্থতার বিচার করা- এটা বোধ হয় সঠিক নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা