× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তত্ত্বাবধায়ক না মানলে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন : ১২ দলীয় জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১৪:১৫ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৬:৫৫ পিএম

রাজধানীর পুরানা পল্টন এলাকায় শনিবার অবস্থান কর্মসূচি পালন করে ১২ দলীয় জোট। প্রবা ফটো

রাজধানীর পুরানা পল্টন এলাকায় শনিবার অবস্থান কর্মসূচি পালন করে ১২ দলীয় জোট। প্রবা ফটো

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি না মানা হলে এক দফার চূড়ান্ত আন্দোলনে নামার কথা জানাল ১২ দলীয় জোট। এ চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জোটের নেতারা। তাদের দাবি, স্বৈরাচার সরকারের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে রমজান মাসেও আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হয়েছেন তারা।

শনিবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে ফুটপাতে অবস্থান কর্মসূচি থেকে এসব বিষয় তুলে ধরা হয়। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদ এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে এর আয়োজন করে ১২ দলীয় জোট।

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাফর) মোস্তফা জামাল হায়দার বলেন, ‘রমজান মাসে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। বর্তমান সরকার মানুষের স্বাধীনতা, বেঁচে থাকার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। জনগণের ভোটাধিকার আদায়ে রাজপথে নেমেছি। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হবে।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত জোটের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততবার কোনো না কোনো অঘটন ঘটিয়েছে। ১৯৯৬ সালে সচিবালয়ে আমলাদের উস্কানি দিয়ে বিদ্রোহ ঘটিয়েছি। ২০০৯ সালে ক্ষমতায় এসে পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে। কোনো সুষ্ঠু বিচার করতে পারেনি। ২০১০-১১ সালে সাধারণ মানুষের টাকা শেয়ারবাজার থেকে লুটে নিয়েছে।’

তিনি বলেন, ‘এ সরকারের অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশ করা যায় না। কিছু লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিচ্ছে। প্রথম আলোর সাংবাদিককে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার আজও হয়নি। আসুন এই লুটেরা ও নিপীড়ক সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলি। যাতে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হয়। সেই সঙ্গে সব কারাবন্দি সাংবাদিক ও আলেম এবং রাজবন্দির মুক্তি দাবি করছি।’

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘আমাদের দাবি এক দফা এ সরকারকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামানো। দেশে এখন সংস্কৃতির দুর্ভিক্ষ চলছে। সাধারণ মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে, ভোটাধিকার নিশ্চিত করতে হলে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এ অবৈধ ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ নিরাপদ নন। এমন কোনো অন্যায় ও দুর্নীতি নেই যা তারা করেনি। এদের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনডিপির (একাংশ) চেয়ারম্যান ক্বারি আবু তাহের, বাংলাদেশ এলডিপির সিনিয়র সহসভাপতি আব্দুল গণি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মহিউদ্দীন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) আজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির আবুল কাশেম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহসভাপতি মাওলানা শওকত আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খান আসাদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা