× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুকে রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করছে প্রথম আলো : শেখ পরশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২২:১৭ পিএম

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রবা ফটো

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রবা ফটো

সরকারকে ব্যর্থ প্রমাণের নীল নকশা বাস্তবায়নে বিএনপি এবং ওয়ান ইলেভেনের কুশীলবরা মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, এ নকশার উদাহরণ হলো প্রথম আলোর হলুদ সাংবাদিকতা, যেখানে একটি শিশুকে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কাজ করছে। এর মাধ্যমে তারা সাংবাদিকতার মতো মহৎ পেশাকে কলংকিত করেছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

শেখ পরশ বলেন, ‘তারা সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া। কারণ এখানে কোনো মহলের স্বার্থ আছে। ১৯৭৫ সালে হলিডে ও গণকণ্ঠ পত্রিকা এবং সুশীলরা দেশ গেল, দেশ গেল বলে ধুয়া তুলেছিল।’

তিনি বলেন, ‘রাজনীতিতে উচ্ছিষ্টদের নিয়ে গঠিত দলের নাম বিএনপি। যারা অবৈধভাবে রাতের আঁধারে ক্ষমতা দখল করেছিল, তারা এখন আবার গণতন্ত্রের কথা বলছে। পঁচাত্তরের ১৫ আগস্ট তারা রাতের আঁধারে দেশের একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে খুন করেছিল। তারা এখন গণতন্ত্রের লেবাস পরে জাতির সঙ্গে তামাশা করছে।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপি আমলে মানুষের আয় কত ছিল, রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল, মানুষ ও সমাজের অবস্থা কেমন ছিল, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা কী ছিল? এ তুলনাগুলো করলে আপনারা বুঝতে পারবনে কারা দেশের জন্য কাজ করে। বঙ্গবন্ধু ১৪ বছর কারাগারে ছিলেন। কারণ তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলতেন। কিন্তু সরকারকে ব্যর্থ প্রমাণের একটি নীল নকশা বাস্তবায়নে মাঠে নেমেছে ওয়ান ইলেভেনের কুশীলবরা ও বিএনপি।

শেখ পরশ বলেন, ‘আমাদের কিছু উপহারসহ জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে পাঠিয়েছেন। এগুলো আপনাদের অধিকার, কোনো ত্রাণ বা দান নয়। বর্তমানে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে কিছুটা খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আপনাদের কথা আমাদের প্রধানমন্ত্রী মনে রেখেছেন। টিসিবিসহ বিভিন্নভাবে আপনাদের সাহায্য করে যাচ্ছেন। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি হত্যা, খুন করেও আমাদের কর্মীদের আদর্শ থেকে একচুলও সরাতে পারেনি। কারণ যুবলীগ গণমানুষের সংগঠন। তারা মানুষের কল্যাণে কাজ করে। বিএনপির রাজনৈতিক আদর্শ ও নেতৃত্ব নেই বলে তারা দেশে নেতিবাচক রাজনীতি করেছে। তারা পঁচাত্তরের মতো তাদের প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা যুবলীগ আপনাদের পাশে আছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা