বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলী ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে যৌথ সভায় কথা বলেন ওবায়দুল কাদের। প্রবা ফটো
একের পর এক আগুনের ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অপতৎপরতার গন্ধ পাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, মার্কেটে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরপর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নিসন্ত্রাসের মতোই। স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে। নির্বাচন কেন্দ্র করে আবারও অপতৎপরতা শুরু হয়েছে। প্রয়োজনে মার্কেটগুলোয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারায় থাকবে।
বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলী ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘২০১৩-১৪-১৫ সালের মতো পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। তারা বিক্ষোভ, পদযাত্রা, মানববন্ধন করে জনসমর্থন আদায় করতে পারেনি। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। আন্দোলনে ব্যর্থ হয়ে অপতৎতপরতা শুরু করেছে।’
তিনি বলেন, ‘বিএনপি চায় দেশে অস্বাভাবিক সরকার আসুক। তারা কি অগ্নিসন্ত্রাসের পুরোনো দিনে ফিরছে? আবারও আগুন নিয়ে খেলা শুরু করল? আন্দোলনে ব্যর্থ হয়ে তারা শেখ হাসিনাকে হটানোর জন্য উঠেপড়ে লেগেছে।’
কারও ফরমায়েশি গণতন্ত্র বাংলাদেশে চলবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে কোনো সমস্যা নেই। বাংলাদেশে সবকিছু সংবিধান অনুযায়ী হবে। দেশব্যাপী অসাম্প্রদায়িক শক্তির ঐক্য চাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘ইইউ, যুক্তরাষ্ট্রের রাষ্টদূতসহ সবাইকে সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে। বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ২০০৬-এর মতো অস্বাভাবিক সরকার আনতে চাচ্ছে বিএনপি; যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.