× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই জোটের সঙ্গে বিএনপির বৈঠক

এক দফার আন্দোলন নিয়ে আলোচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ২১:৪৮ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ২২:০১ পিএম

এক দফার আন্দোলন নিয়ে আলোচনা

যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ১১ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপি। রবিবার (৩০ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব বৈঠক হয়। সভায় চলমান আন্দোলনকে বেগবান করে চূড়ান্ত কর্মসূচি এক দফার আন্দোলনে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে জাতীয়তাবাদী সমমনা জোট ও পরে ১১ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা নিয়মিতই বসি। পরস্পর আলোচনা করে জনগণের কল্যাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে থাকি।’ 

নজরুল ইসলাম খান বলেন, ’চলমান আন্দোলন, মানুষের আকাঙ্ক্ষা, এ মুহূর্তের বাস্তবতা, কী করণীয় হওয়া উচিত এসব নিয়ে দীর্ঘসময় ধরে আলোচনা হয়েছে। কিছু পরামর্শ এসেছে এবং তার আলোকেই আগামী দিনের সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি আদায়ের লক্ষ্যে আরও কার্যকরভাবে কীভাবে কর্মসূচি সম্পন্ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’

১১ দলীয় জোট সমন্বয়কারী ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ’আগামী আন্দোলনের কর্মসূচি, রূপরেখা ও কীভাবে অগ্রসর হতে হবে তা নিয়ে ধাপে ধাপে আলোচনা হয়েছে। চলমান আন্দোলনকে বেগবান করে চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার বিষয়ে ঐকমত্য এসেছে। এই ঐক্যবদ্ধ আন্দোলন ফলপ্রসূ হবেই।’

তিনি আরও বলেন, ’সরকার আজ দিশেহারা হয়ে পড়েছে। এখন বাংলাদেশের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি রয়েছে। তারা বাংলাদেশে একটি অবাধ নির্বাচন দেখতে চায়।’

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা আন্দোলন করছেন যাতে মানুষ ভোট দিতে পারে। ভবিষ্যতে চলমান আন্দোলনকে বেগবান করে এক দফার আন্দোলন করা হবে। কখন কীভাবে আন্দোলন হবে, তা যথাসময়ে জানা যাবে।  

বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু।

এ ছাড়া দুই জোটের পক্ষে পৃথক বৈঠকে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপি চেয়ারম্যান কারী মো. আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন, বাংলাদেশ মাইনরিটি পার্টি চেয়ারম্যান সুকৃতি মণ্ডল, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, ইসলামি ঐক্যজোট মহাসচিব মওলানা আব্দুল রকিব, মুসলিম লীগ চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানী চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক পার্টি মহাসচিব আবুল কাসেম, জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা