× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর শান্তি সমাবেশ নয়, এবার সরাসরি প্রতিরোধ : হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ২০:৩৭ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ২২:০৯ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে ওবায়দুল কাদের। প্রবা ফটো

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে ওবায়দুল কাদের। প্রবা ফটো

বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আমরা আর চুপ করে বসে থাকব না। এবার সরাসরি প্রতিরোধ করা হবে।’

রবিবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ’আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে বিএনপি। তাদের সব অপশক্তির আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, দুর্নীতির আস্তানা, ভোট চুরির ষড়যন্ত্র ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ’গত ১৯ তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির সমাবেশে তাদের জেলা আহ্বায়ক শহিদ হোসেন চাঁদ বলেছেন, আর দশ বা সাতাইশ দফা নয়, এবার এক দফা- শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন। আর পদত্যাগের মাধ্যমে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এমন খবর কী করে চাপা থেকে যায়? এই রাজশাহীতে বিএনপির সাবেক মেয়র প্রকাশ্যে বলেছিলেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আবার ১৫ আগস্ট ঘটাতে হবে।’

মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ’আপনার জেলার এক নেতা এক দফা আন্দোলনের নামে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠাতে চায়। তাই এটা পরিষ্কার যে আপনারা ষড়যন্ত্র করছেন। আমি মহানগর, জেলা, থানা, ইউনিয়ন সব পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীকে বলতে চাই- বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আমরা আর চুপ করে বসে থাকব না। এবার সরাসরি প্রতিরোধ করতে হবে।’

তিনি আরও বলেন, ’শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি অপশক্তি বাংলাদেশকে আবারও লুটপাট করে ফের হাওয়া ভবন বানানোর ষড়যন্ত্র করছে। বিএনপির নেতারা দলে দলে লন্ডন যাচ্ছে। সেখান থেকে পরামর্শ নিয়ে আসছে, নির্দেশনা নিয়ে আসছে। তারা লন্ডনের নির্দেশে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ’ফখরুল সাহেব, আপনারা নির্বাচন করবেন না, সেটা আমরা জানি। কিন্তু নির্বাচনে বাধা দিতে এলে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না। আমরা শক্ত হাতে সব ষড়যন্ত্র প্রতিহত করব। তাই পরিষ্কার করে বিএনপিকে জানিয়ে দিতে চাই, আজ থেকে প্রতিরোধের সংগ্রাম চলবে। আজ থেকে ওদের ষড়যন্ত্রের দুর্গ আমরা ভেঙে দেব। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের বাইরে হতে দেব না।’

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, ’আগামী নির্বাচনে নতুন ভোটাররা হবে আওয়ামী লীগের শক্তি। নারী ভোটাররা শেখ হাসিনার পক্ষেই থাকবেন। কারণ আমরা সত্যের পথে আছি, আমরা মানুষের পাশে আছি। শেখ হাসিনা একজন সৎ ও পরিশ্রমী নেতা। বঙ্গবন্ধুর মতো তিনিও সারা জীবন দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।’

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাকে হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ’আজকে আমরা দেখছি চারদিকে বিএনপি-জামায়াত জোট পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে পাঁয়তারা করছে। এর সঙ্গে যোগ হয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র। তারা সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করার পাঁয়তারা করে যাচ্ছে।’

মির্জা আজম বলেন, ’বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকারের তিক্ত অভিজ্ঞতা আমাদের যথেষ্ট রয়েছে। নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে।’

এসএম মান্নান কচি বলেন, ’বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আপনাদের দাঁতভাঙা জবাব দেবে।’

এ সময় তিনি আগামী ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন। শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা