× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ ঢাকাসহ ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ০৯:৫০ এএম

আপডেট : ২৬ মে ২০২৩ ০৯:৫১ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (২৬ মে) সারা দেশের ১৭টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। এটি দলটির পূর্বঘোষিত চার পর্বের জনসমাবেশের তৃতীয় পর্বের কর্মসূচি। 

বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানায়, ঢাকা মহানগর দক্ষিণ, বগুড়া, শেরপুর, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, বান্দরবান, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, ঢাকা জেলার জিনজিরা, পিরোজপুর, মাদারীপুর, নীলফামারী জেলার সৈয়দপুরে এ জনসমাবেশ হবে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এসব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৩ মে ঢাকায় বিএনপির এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া কাল শনিবার ঢাকা মহানগর উত্তরসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে দলটি। 

মির্জা ফখরুল বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অমান্য, নেতাকর্মীদের গ্রেপ্তার করে আবার কারাগারে প্রেরণ, গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হবে।’

গত বছরের ২৪ ডিসেম্বর গণমিছিল অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপিসহ সমমনা কয়েকটি জোট যুগপৎ আন্দোলন শুরু করে। তবে এ দলগুলোর ‘অভিন্ন রূপরেখার যৌথ ঘোষণাপত্র’ প্রণয়নের আগ পর্যন্ত দলীয় কর্মসূচি পালন করছে।

গণঅধিকার পরিষদের গণপদযাত্রা 

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে ‘দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে ‘গণপদযাত্রা’ হবে। পদযাত্রাটি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‘পতন নিশ্চিত দেখে সরকার হিংস্র হয়ে উঠেছে’ 

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ‘সরকারের আয়ু শেষ হয়ে আসছে। পতন নিশ্চিত দেখে হিংস্র হয়ে উঠেছে। তাই শান্তিপূর্ণ সমাবেশে শুধু শুধু হামলা করছে। গায়েবি মামলা দিয়ে মধ্যরাতে নেতাকর্মীদের উঠিয়ে নিয়ে যাচ্ছে।’ 

গতকাল বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ ঢাকা মহানগর দক্ষিণ (যাত্রাবাড়ী-২) জনসমাবেশ ও শনিবার দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভা হয়।

মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, এস কে সিকান্দার কাদিরসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা