× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুন নিয়ে খেলছেন, পুড়ে ছারখার হবেন : আওয়ামী লীগের উদ্দেশে রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৩ ২০:০৪ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ২০:৩৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত জনসমাবেশ। প্রবা ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত জনসমাবেশ। প্রবা ফটো

কেরানীগঞ্জে নিপুণ রায় চৌধুরীর মাথায় বিএনপি নেতারাই আঘাত করেছেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনারা আগুন নিয়ে খেলছেন, সেই আগুনে নিজেরাই পুড়ে ছারখার হয়ে যাবেন।’

শুক্রবার (২৬ মে) বিকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সরকার পতনসহ ১০ দফা দাবিতে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ’স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, বিএনপির নেতাকর্মীর আক্রমণে নিপুণ রায় চৌধুরীর মাথা ফেটেছে। আমার কথা হলো, বিএনপি কেন তার নেত্রীর মাথায় আঘাত করবে? আপনারা তো (আসাদুজ্জামান কামাল) ভোটের মাধ্যমে নির্বাচিত হননি, তাই আপনাদের মিথ্যা বলতে বাঁধে না। আপনারা আগুন নিয়ে খেলছেন, এই আগুনেই আপনারা পুড়ে ছারখার হয়ে যাবেন। মিথ্যা নিপীড়ন করে আর বিএনপির আন্দোলন বন্ধ করে দেওয়া যাবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ’আমাদের সমাবেশ নষ্ট করতে আওয়ামী লীগ কেন লোক সমাগম করে? কেন আমাদের সমাবেশে আক্রমণ করে? আমরা কেরানীগঞ্জের সমাবেশ আয়োজন করেছি, লোকজন দাওয়াত করেছি, আমি আয়োজন করে আমি নিজেই কি নিজের বিয়ে নষ্ট করব?’ 

রিজভী বলেন, ’ওবায়দুল কাদের সাহেবের তৈরি করা ক্যাডাররা নিপুণ রায় চৌধুরীর মাথায় আঘাত করেছে। তার মাথা ফাটিয়ে দিয়েছে। আপনি তো (ওবায়দুল কাদের) বলেছিলেন,  হাত-পা ভেঙে দিতে, এখন দেখছি আপনাদের টার্গেট মাথা। এটাই আপনাদের আসল উদ্দেশ্য। এখন নিপুণ রায় চৌধুরী হাসপাতালে কাতরাচ্ছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ’’একটা মারলে দশটা মারতে হবে, কে বলেছিল মনে আছে না? শেখ হাসিনা বলেছিল, ‘তোমরা কি হাতে চুরি পরে রেখেছ? তারা একটা মারলে তোমরা দশটা মারবে।’ তাদের নেত্রী আমাদের নেত্রীকে বলেছে, পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেব। ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মায় চুবাবেন বলেছেন। এটা হচ্ছে আওয়ামী লীগের ভাষা, এটা হচ্ছে শেখ হাসিনার ভাষা।’’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ’যদি আবু সাঈদ চাঁদ গ্রেপ্তার হন, তাকে রিমান্ডে নেওয়া যায়, তাহলে একই কারণে শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা যাবে। কারণ এই দেশে গুম, খুন, হত্যার রাজনীতি আওয়ামী লীগ সূচনা করেছে।’ 

এ সময় কাতারে অনুষ্ঠিত ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তিনি কাতারে বলেছেন, তিনি নাকি বাংলাদেশে গণতন্ত্র দিয়েছেন। তার অধীনে আগামী নির্বাচন নাকি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা বলি, সুন্দরবনের একটি রয়েল বেঙ্গল টাইগারের কাছে দুটি ছাগল রেখে যদি বলা হয়, ভাই তুমি এগুলো দেখে রেখো, এই ছাগল দুটোর যেই অবস্থা হবে, শেখ হাসিনার কাছে আগামী নির্বাচন তেমন অবস্থাই হবে।’ 

রিজভী আওয়ামী লীগের দুর্নীতির প্রসঙ্গে বলেন, ’শেখ হাসিনা বলে থাকেন বিএনপির আমলে নাকি দুর্নীতি হয়েছে, কিন্তু এ দেশের মানুষ বিএনপির আমলে হল মার্ক কেলেঙ্কারির কথা শোনেনি, বেসিক ব্যাংক কেলেঙ্কারির কথা শোনেনি, কিংবা পিকে হালদারের কেলেঙ্কারিও দেখেনি। অথচ আপনাদের একেকজন ছাত্রনেতার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার খবর বেড়িয়ে যাচ্ছে। আপনার বেয়াইয়ের দুই সহযোগী (রুবেল-বরকত) দুই হাজার কোটি টাকা অবৈধ অর্জনের অভিযোগে কারাগারে।’ 

দলে প্রধানমন্ত্রীর পরিবারের স্বজনপ্রীতির বিষয়ে বলেন, ’একটি হিসাবে এসেছে, সংসদে শেখ পরিবারের ৪৫ থেকে ৪৭ জন আত্মীয় সংসদ সদস্য, মন্ত্রী। কোথা থেকে শুরু করবে বলেন? হাসনাত আবদুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ ভাই, শেখ সেলিম, শেখ সেলিমের ভাতিজা তাপস। কজনের নাম বলব? নাম বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগের মতো এত স্বজন-পোষণ কেউ করেছে বলে আমার জানা নেই।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের সমালোচনা করে রিজভী বলেন, ’তাপস গর্ব করে বলে চিফ জাস্টিসকে আমি তাড়িয়ে দিয়েছি। তুমি কে? তোমার কিসের অধিকার? তুমি কি চিফ জাস্টিসের চেয়ে বড় কিছু? তুমি জনগণের অধিকারকে পদদলিত করে দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছ। তুমি শেখ পরিবারের আত্মীয়মাত্র, যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তোমার কিসের এত অহংকার? আজকে জনগণ লজ্জা পায় তুমি তাদের মেয়র, আর তুমি বলছ চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছ।’

সভাপতির বক্তব্যে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ’বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায়। বিএনপি নির্বাচন চায়, তবে কোনো দলের অধীনে নির্বাচন চায় না। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে নির্বাচিত হয়েছে, এ কথা সবাই জানে। আমরা তাদের অধীনে আর কোনো নির্বাচনে যাব না।‘

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাহ উদ্দীন আহমেদ, আফরোজা আব্বাস, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা