× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ২০:২০ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ২১:০২ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশকে’ কেন্দ্র করে ব্যানার ফেস্টুন দিয়ে সমাবেশ এলাকা সাজ্জিত করছেন দলের নেতাকর্মীরা। প্রবা ফটো

সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশকে’ কেন্দ্র করে ব্যানার ফেস্টুন দিয়ে সমাবেশ এলাকা সাজ্জিত করছেন দলের নেতাকর্মীরা। প্রবা ফটো

তরুণদের অংশগ্রহণে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপি। দলটির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে শনিবার (২২ জুলাই) বেলা দুইটায় শুরু হবে এই সমাবেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ এই শ্লোগানে তরুণদের রাজপথে নামতে এবং তাদের ভোটাধিকার আদায়ে এই তিন সংগঠন গত ১৪ জুন প্র্রথম সমাবেশ করে চট্টগ্রামে। এরপর বগুড়া, খুলনা, বরিশাল, দিনাজপুরে সমাবেশ করেছে। ঢাকায় এটি সর্বশেষ সমাবেশ।

সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপিসহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আজকের সমাবেশের মাধ্যমে রাজধানীতে তরুণদের একটি শোডাউন করতে চায় বিএনপি। তরুণদের এই সমাবেশ নিয়ে গত বৃহ্স্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিট পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। গতকাল শুক্রবার সকালে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানও পরিদর্শন করেছেন তারা। পরে এদিন বিকাল থেকেই সেখানে মঞ্চ তৈরি ও উদ্যানকে সমাবেশ-উপযোগী করার কাজ শুরু হয়।

উদ্যান পরিদর্শন শেষে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে যুব দলের সভাপতি সুলতানা সালাউদ্দিন টুকু বলেন, ‘আমরা তরুণদের প্রতিনিধিত্বকারী তিন সংগঠন সারা দেশে ৫টি সফল সমাবেশ করেছি। আগামীকাল (আজ) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোনে তারুণ্যের সমাবেশ হবে। আমরা ডিএমপি কমিশনারের কাছে গিয়েছিলাম। মৌখিকভাবে আমাদেরকে অনুমতি দিয়েছে। আমরা মনে করি, তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।’ 

সমাবেশে অধিকারবঞ্চিত তরুণরা অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করে যুব দল সভাপতি বলেন, ‘আমরা মাঠে নেমেছি সেই তরুণদের পক্ষে, যারা যোগ্যতা থাকা সত্বেও শুধুমাত্র দল বিবেচনায় আওয়ামী লীগ না করার কারণে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভ্যারিফিকেশনে তাদেরকে চাকুরি বাদ দেওয়া হচ্ছে, মেধার মূল্যায়ন করা হচ্ছে না। এভাবে যদি দেশ চলে, প্রশাসন যদি মেধাহীনদের দিয়ে চালানো হয়, তাহলে এক সময় এই প্রশাসন ভেঙে পড়বে, বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।’

সংবাদ সম্মেলন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুব দলের ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা