প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২০:২২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২১:৩৩ পিএম
অনুমিত না পেলে সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার পূর্বঘোষিত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াত।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এ কথা জানান জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম। এর আগে ডিমপির পক্ষ থেকে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি বলে জানান উপকমিশনার মো. ফারুক হোসেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, জামায়াতের সমাবেশকে ঘিরে রাজধানীতে টহল-তল্লাশি জোরদার করেছে র্যাব ও পুলিশ। রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে দাঙ্গা দমন সামগ্রীসহ বাড়তি পুলিশ ফোর্স। বিশেষ করে, সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা, বাইতুল মোকাররম, নয়াপল্টন, পুরানা পল্টন, ফকিরাপুল, বিজয়নগর ও জাতীয় প্রেস ক্লাব এলাকাসহ আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ২৪ জুলাই সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ২৮ জুলাই সব মহানগরী, ৩০ জুলাই সব জেলা সদরে মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশের ডাক দেওয়া হয়।
২৪ জুলাই কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ১ আগস্ট বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশের বিষয়ে পুলিশকে লিখিতভাবে জানায় জামায়াত। একইভাবে সব মহানগরী ও জেলাতেও পুলিশ প্রশাসনকে অবহিত করে চিঠি দেওয়া হয়। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় ১ আগস্ট সমাবেশ স্থগিত করে ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে দলটি। সে অনুযায়ী সংগঠনের নেতাকর্মীরা সব প্রস্তুতি নেয়, কিন্তু বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামায়াতকে অনুমতি না দেওয়ার বিষয়টি জানান ডিএমপি কমিশনার।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ডিএমপির এই আদেশ অন্যায়, অন্যায্য, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। আমি মনে করি, বিষয়টি নাগরিক অধিকারের বরখেলাপ। গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পুলিশ। আমি পুলিশ বাহিনীকে বলব, আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমরা সমাবেশ করব ইনশাল্লাহ। আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সমাবেশের অনুমতি দিয়ে গণতান্ত্রিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকবেন।’