প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৮:১৯ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৯:৩৯ পিএম
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কর্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো
বিদেশিদের নয়, দেশের জনগণের ইচ্ছাকে বিএনপি গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত কী বলল, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। জনগণ কী বলে সেই কথাকে আমরা গুরুত্ব দিই। জনগণের বার্তা কী? তারা এই সরকারকে ইতোমধ্যে বলে দিয়েছে—বিদায় হও। এই সরকারকে বিদায় হতে হবে।’
শুক্রবার (৪ আগস্ট) বিকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কর্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল তার দলের নেত্রী খালেদা জিয়া, তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ দমন-পীড়ন হতে রক্ষা পেতে হলে বর্তমান সরকারকে সরানোর আহ্বান জানান।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অবৈধ এই সরকারের বিরুদ্ধে আমরা মরণপন যুদ্ধ করছি। আমাদের ফিরে যাওযার কোনো সুযোগ নেই। এদের যুদ্ধ করে পরাজিত করতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়।
দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা নির্ধারিত সময়ে শুরু হয়নি। সোয়া ৩টার দিকে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা।