× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের মানুষ হত্যা-ক্যু-আগুনসন্ত্রাস চায় না : ১৪ দলের শান্তি সমাবেশে আমু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ২১:৫৫ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ২২:১৮ পিএম

আমির হোসেন আমু। ফাইল ফটো

আমির হোসেন আমু। ফাইল ফটো

বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনা কারও দয়ায় ক্ষমতায় আসেননি মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, এ দেশের মানুষের ভোটে বারবার নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করেছেন। বিএনপি-জামায়াতের উদ্দেশে আমু বলেন, ’২০১৩-১৪ সালে তোমরা আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিলে। হাজার হাজার গাছ কেটে মানুষের চলার পথ বন্ধ করার চেষ্টা করেছিলে। শত-শত স্কুল-কলেজ পুড়িয়েছিলে। কিন্তু তোমরা সফল হতে পারোনি। এ দেশের মানুষ প্রমাণ করেছে, তারা তোমাদের হত্যা, ক্যু ও আগুন-সন্ত্রাস চায় না। তারা তোমাদের প্রত্যাখ্যান করেছিল।’

শুক্রবার (১১ আগস্ট) বিকালে রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী আমির কমপ্লেক্স প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর ১৪ দল আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ’যারা নির্বাচন ও গণতন্ত্রকে ভয় পায়, তারাই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করেছে। যারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি সূচনা করেছে, তারা গণতন্ত্রকে পেছন থেকে ছুরিকাঘাত করে ক্ষমতায় আসতে চায়। এজন্যই তারা নির্বাচনকে বানচাল করতে চায়।‘

তিনি বলেন, ’নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হয়েছে। আগামী দিনেও এ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন, তাদের যে আন্দোলন নির্বাচন সামনে রেখে, সেটা আসল কথা নয়। শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচার করে অপরাধীদের শাস্তি দিয়েছেন। জাতীয় চার মূলনীতি সংবিধানে পুনর্নির্মাণ করেছেন। অসাম্প্রদায়িক রাজনীতি পুনপ্রতিষ্ঠা করেছেন। এই কাজগুলো তারা সহ্য করতে পারে না। এখানেই তাদের আঁতে ঘা লেগেছে।’

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ’তাদের লক্ষ্য নির্বাচন নয়। তারা সকল দক্ষিণপন্থি শক্তিকে এক করেছে। তাদের লক্ষ্য শেখ হাসিনা সরকার। তারা তাকে পছন্দ করে না। কারণ শেখ হাসিনা সরকার তাদের গ্যাস দেয়নি। শেখ হাসিনা সরকার তাদের বঙ্গোপসাগরে কোনো ঘাঁটি করতে দেবে না। শেখ হাসিনা সরকার তাদের হুকুম মাফিক চলবে না।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, ’পরিষ্কার কথা, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। যদি সাহস থাকে নির্বাচনে আসেন। নির্বাচনে না আসলেও যথাসময়ে নির্বাচন হবে। কে আসল কে আসল না, তার কোনো তোয়াক্কা আমরা করি না। নির্বাচন সংবিধান মেনে যথাসময়ে হবে।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ’আসুন সবাই মিলে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। বাংলাদেশের মাটিতে অবশ্যই মুক্তিযুদ্ধের শক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে।’

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া বলেন, ’বিএনপি ১৫ বছর ক্ষমতার বাইরে আছে, তারা বর্তমানে ক্ষুধার্ত। এসে যা কিছু পাবে খাবে। তারা ক্ষমতায় আসলে তাদের খাওয়ার হিংস্রতা আরও বেড়ে যাবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা