× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্র চালাচ্ছে দুর্নীতিবাজ ব্যবসায়ী ও আমলারা : আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৯:৫৭ পিএম

জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের স্মরণে আলোচনা সভা। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের স্মরণে আলোচনা সভা। প্রবা ফটো

বর্তমানে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ’দেশে বর্তমানে কোনো রাজনৈতিক সরকার নেই। এটা একটা রেজিম (সর্বোপরি স্বৈরাচারী সরকার)। এই রেজিমে রাজনীতিবিদদের অংশগ্রহণ নেই। কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী, আমলা ও  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে এই রেজিম প্রতিষ্ঠা করেছে।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের স্মরণে এই সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

বর্তমান জাতীয় সংসদে ব্যবসায়ীদের আধিক্য দাবি করে আমীর খসরু বলেন, ‘ওরা এখন দেশ চালাচ্ছে। এই রাষ্ট্র পরিচালনা করছে। নিজেদের ব্যব্সা-বাণিজ্য যেভাবে চালায়, দেশটাকেও তারা সেভাবে চালাচ্ছে।’

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘এই দলের নেতাকর্মীরা শিখছে কী? শিখছে ভোট চুরি, টেন্ডারবাজি, দখলদারত্ব। এজন্য নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ।’

আমীর খসরু বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সামাজিক চুক্তির অধীনে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, তা থেকে পরবর্তী সরকার সরে গিয়েছিল। তারা সেই সামাজিক ‍চুক্তির দর্শন, চিন্তা ভেঙে দেয়। আজকেও সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। দেশে এখন অভ্যন্তরীণ উপনিবেশবাদ প্রতিষ্ঠা পেয়েছে।’

সিরাজুল আলম খানকে দেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা আখ্যায়িত করে তিনি বলেন, ’স্বাধীনতা অর্জনে তার ভূমিকা বর্তমানে সঠিক জায়গা পাবে কি-না, তাতে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কেননা এখন অবৈধ দখলদার রাজনীতিবিদরা ইতিহাস রচনা করছেন। তবে ইতিহাসবিদরা যখন ইতিহাস রচনা করবেন, তখন সিরাজুল আলম খানের সঠিক মূল্যায়ণ হবে।’

‘সিরাজুল আলম খান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ স ম আবদুর রব। এতে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডি নেতা তানিয়া রব প্রমুখ।

সিরাজুল আলম খান ও আগামীর বাংলাদেশ- এই আলোচনার ওপর লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। 

এ ছাড়া আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, এসএম আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সৈয়দ ফাতেমা হেনা, মোশাররফ হোসেন, সামসুল আলম নিক্সন, ইউসুফ সরকার রুজেল, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা