× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে তরুণদের ছাত্রদল-যুবদল করার কথা নয় : আমু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ২২:১৬ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় অতিথিরা। প্রবা ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় অতিথিরা। প্রবা ফটো

মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলে তরুণ প্রজন্মের ছাত্রদল ও যুবদল করার কথা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেন, ‘১৯৭৫ থেকে বিভিন্ন মেয়াদে তিন দশক এ দেশ শাসন করেছে স্বাধীনতাবিরোধী শক্তি। তাদের শাসন আমলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ক্ষত-বিক্ষত করা হয়। প্রজন্ম থেকে প্রজন্মকে স্বাধীনতা-সংগ্রামের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয় নাই। যদি তারা জানত তাহলে কারোই আজকে ছাত্রদল যা যুবদল করার কথা নয়।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে নগর ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড উল্লেখ করে আমু বলেন, ’পাকিস্তান ভেঙে ফেলার কারণেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নীতিকে ছুড়ে ফেলা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই সেই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তির দেশি-বিদেশি ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার বঙ্গবন্ধু পরিবার।’

তিনি বলেন, ’বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান তার জীবদ্দশায় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কোনো কাজ করেন নাই। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করেছেন।’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, জিন্নাতুল বাকিয়া, দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী সচিব মিজানুর রহমান শহীদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা