প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৩:১৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৩:৪৭ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করবেন।
এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকালে ঢাকায় পদযাত্রা হয়। এর আগে থেকেই দলের নেতাকর্মীদের আটক করা হচ্ছিল বলে অভিযোগ করে বিএনপি।
এরই মধ্যে গতকাল মধ্যরাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। সেখানে তারা অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচির পরও পুলিশ বিনা কারণে দলের ১৫ জন নেতাকর্মীকে আটক করছে। মির্জা আব্বাস দাবি করেন, গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যারা বের হয়েছেন তাদের আটক করা হয়েছে।
এ ছাড়া রাত ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।
উদ্ভূত এই পরিস্থিতির মধ্যে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব।