× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ কর্মকর্তাদের বক্তব্য থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের মতো : রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৫:২৮ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৫:৩৭ পিএম

পুলিশ কর্মকর্তাদের বক্তব্য থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের মতো : রিজভী

উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বক্তব্য থানা আওয়ামী লীগের প্র্রচার সম্পাদকের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘গতকাল (শনিবার) নাকি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। সেখানে একজন কর্মকর্তার বক্তব্য ভাইরাল হয়েছে। তার বক্তব্য শোনার পর মনে হয়েছে, উনি পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাকি মোহাম্মদপুর, শাহবাগ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক? আমি কোনো পার্থক্য করতে পারিনি।’

রবিবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রানার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের বাহিনী। জনগণের টাকায় তাদের বেতন দেওয়া হয়। জনগণের টাকায় এরা বাড়ি ভাড়াসহ সব সুযোগ-সুবিধা পায়। এই পুলিশ কর্মকর্তাদের দিয়ে বর্তমান সরকার আবারও একতরফা নীল নকশার নির্বাচন করতে চায়।’

এ পরিস্থিতি প্রতিহত করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। এই পরিস্থিতি আমাদের প্রতিহত করতে হবে। গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিতে হবে। গণতন্ত্রের মুক্তির দিশারী, গণতন্ত্রের বাতিঘর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তা না হলে কারো জীবনের নিরাপত্তা থাকবে না।’

সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘যারা স্লোগান দেয়, যারা মিছিল-সমাবেশ করে, যারা এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে, এক দলীয় প্রহসনের নির্বাচনের সমালোচনা করে, তাদের শত্রু মনে করেন শেখ হাসিনা। এই কারণে আজকে দলের নেতাকর্মীরা কারাগারে।’

জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা