প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২১:১৮ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২২:১৮ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশের
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলো কেন মাথা ঘামাচ্ছে, তা বুঝতে পারছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২০ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওবায়দুল
কাদের বলেন, ‘২০-২২টি দেশে এ বছর ইলেকশন (নির্বাচন) হচ্ছে।
কিন্তু কোথায় কারও কোনো কথা, কোথাও ইলেকশন নিয়ে বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো কথা
নেই। এসব নিয়ে তো কেউ কোনো কথা বলে না; বড় বড় দেশ, শক্তিগুলো। আমাদের দেশ নিয়ে এত মাথাব্যথা
কেন? কারণটা কী, আমরা তো বুঝি না।’
তবে
ভূ-রাজনৈতিক কারণে কৌশলগতভাবে বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকবে বলে
মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কেন তা হবে? বাংলাদেশের ইলেকশন বাংলাদেশের অভ্যন্তরীণ
বিষয়। এখন বিভিন্ন দেশের এ অঞ্চলকে ঘিরে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে। সেখানে আমেরিকার
একটা ইন্টারেস্ট (আগ্রহ) আছে, ভারতেরও আছে। থাকাটা খুব স্বাভাবিক। ওদিকে চীন আছে, একটা
বড় শক্তি।’
জাতীয়
নির্বাচনের বাকি আর চার মাস। এই সময়টা সরকারের জন্য ‘চ্যালেঞ্জিং’ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ
সম্পাদক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং, তবে আমরা মনে করি রাজনীতিতে, রাষ্ট্রীয়
জীবনে, ব্যক্তিগত জীবনে কোনো চ্যালেঞ্জই অনতিক্রম্য নয়, সব চ্যালেঞ্জই অতিক্রম করা
যায়, ইনশাআল্লাহ আমরা অতিক্রম করব।’
দেশের
অভ্যন্তীরণ বিষয়ে ‘বিদেশি হস্তক্ষেপ’ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি
বলেন, ‘তারা তাদের কথা বলুক, আমরা আমাদের
কাজ করব।’
সুষ্ঠু
নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি, আমরা ফেয়ার (সুষ্ঠু)
ইলেকশন করব, ফ্রি (অবাধ) ইলেকশন করব। আমরা পিসফুল (শান্তিপূর্ণ) ইলেকশন করব, সেটা আমাদের
ইন্টারনাল বিষয়। যেভাবে গণতান্ত্রিক দেশগুলোতে ইলেকশন হবে, আমরা তার বাইরে যাচ্ছি না।
আমরা বরং আমাদের ইলেকশন কমিশনকে ইনডিপেন্ডেন্ট (স্বাধীন) করেছি। বর্তমানে ইলেকশন কমিশন
ইনডিপেন্ডেন্ট। এটা প্রাইম মিনিস্টার অফিসের সাব-সার্ভিয়ান কোনো প্রতিষ্ঠান নয়। সে
অবস্থায় ইলেকশন হতে অসুবিধা কোথায়?’
আওয়ামী
লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের ইলেকশন নিয়ে অন্য কারও
মাথাব্যথা। ভারত গতকাল আমেরিকাকে তার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা তাদের ওপিনিয়ন
(মতামত) জানিয়েছে। (ভারত) আমাদের কখনও বলেনি তোমার ইলেকশনে সেই কর, তত্ত্বাবধায়ক আনো,
ইলেকশন সিস্টেম…এসব কথা আমেরিকাও বলেনি।’
তিনি
বলেন, ’বিএনপি যেসব দাবি নিয়ে বসে আছে, সেসব দাবি নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই।
ইউরোপীয় ইউনিয়ন ও ভারতও এ বিষয়ে কিছু বলেনি। ভারত আমাদের কখনও বলেনি যে আপনারা নির্বাচনে
এই করেন, সেই করেন, তত্ত্বাবধায়ক নিয়ে আসেন। তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর
পদত্যাগ ও পার্লামেন্ট বিলুপ্ত করার বিষয়ে আমেরিকাও কিছু বলেনি। আমরা বলেছি, আমাদের
দেশে বর্তমানে নির্বাচন কমিশন স্বাধীন। এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুগত কোনো
প্রতিষ্ঠান না।’
ওবায়দুল কাদের দাবি করেন, দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা বাড়ার পেছনে বিএনপি দায়ী।
মেট্রোরেল,
শতাধিক সেতু, ওভারপাস উদ্বোধনের তারিখ ঘোষণা
মেট্রোরেলের
আগারগাওঁ-মতিঝিল অংশ, মেট্রোরেলের হেমায়েতপুর-ভাটারা লাইনের নির্মাণকাজ, ১৪০টি সেতু
ও ১২টি ওভারপাস এবং একটি ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারের (ভিআইসি) উদ্বোধনের তারিখ ঘোষণা
করেছে সরকার।
এ
ব্যাপারে ওবায়দুল কাদের জানান, ২০ অক্টোবর থেকে আগারগাঁও–মতিঝিল অংশে মেট্রোরেল চলবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে বেলা
৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশের আয়োজন হবে। তবে এ অংশের উদ্বোধনের পর কবে
থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি।
সেতুমন্ত্রী আরও জানান, ১৬ সেপ্টেম্বর হেমায়েতপুর-ভাটারা রুটের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সাভারে সেদিন বেলা ১১টায় সুধী সমাবেশ হবে। সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মোট ২০ কিলোমিটার মেট্রোরেল হবে, যার মধ্যে সাড়ে ১৩ কিলোমিটার পাতাল এবং সাড়ে ৬ কিলোমিটার উড়াল হবে। এ ছাড়া ২২ অক্টোবর তেজগাঁওয়ের সড়ক ভবন থেকে ১৪০টি সেতু ও ১২টি ওভারপাস এবং ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারের (ভিআইসি) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সড়ক
দুর্ঘটনার ক্ষতিপূরণ দেওয়া শুরু ২২ অক্টোবর
২২
অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক ভবনে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের মধ্যে
ক্ষতিপূরণ দেওয়ার আনুষ্ঠানিক কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ক্ষতিপূরণের বিধিমালা অনুসারে, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে পাঁচ লাখ টাকা করে। আর আহত বা অঙ্গহানির জন্য দেওয়া হবে তিন লাখ টাকা।
এক্সপ্রেসওয়ের
টোল সর্বনিম্ন ৮০ টাকা
আগামী
২ সেপ্টেম্বর বিমানবন্দর-কুতুবখালী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১১ কিলোমিটার অংশ উদ্বোধন
হবে। বিমানবন্দর-ফার্মগেট অংশের ১১ কিলোমিটার অংশে চলাচল করা যানবাহনের জন্য টোল কত
হবে, তা নির্ধারণ করা হয়েছে। এ উড়াল সড়কের সর্বনিম্ন টোল ৮০ টাকা আর সর্বোচ্চ টোল ৪০০
টাকা ধরা হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।
এ
ছাড়া প্রাইভেট কার, মাইক্রোবাস ও মিনিট্রাক ৮০ টাকা, বাস ও মিনিবাস ১৬০ টাকা, মাঝারি
ট্রাক ৩২০ এবং বড় ট্রাক ৪০০ টাকা। এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ
করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার।