প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৩:৫৫ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৮:২১ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি শুধু এটুকু চাই, এদেশের মানুষ সজাগ থাকবে। এই খুনিদের হাতে দেশের মানুষ যেন আর নিগৃহীত না হয়। অগ্নিসন্ত্রাস আর জুলমবাজি করে এদেশের মানুষকে যেন হত্যা করতে না পারে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।’
সোমবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, বারবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। তাই যতক্ষণ বেঁচে আছি মানুষের জন্য কাজ করে যাব। এদেশের মানুষকে উন্নত জীবন দিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের দরবারে মর্যাদা পেয়েছে। সেই মর্যাদা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা। ওই খুনি, দুষ্কৃতিকারী, চোর, অস্ত্র চোরাকারবারি, মানি লন্ডারিংকারীরা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন ছিনিমিনি খেলতে না পারে। তাদের প্রতি ঘৃণা। আমি চাই বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের প্রতি ঘৃণা জানাক।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি শুধু এটুকু চাই, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন।’
তিনি আরও বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান গংরা জড়িত ছিল এতে কোনো সন্দেহ নাই। পরবর্তীতে তদন্তেও সেটা বেরিয়ে এসেছে।’