প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৪:৩৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৫:০৪ পিএম
খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ফটো
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে সুস্থবোধ করছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) তার ছেলে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ তথ্য জানান।
বৃহস্পতির সকালে সিঙ্গাপুরে তোলা খন্দকার মোশাররফের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ। খুব শিগগিরই তিনি বাংলাদেশে ফিরে আসবেন।’
এর আগে ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে স্ত্রী ও ছেলে তার সঙ্গে রয়েছেন।