× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ২১:০৩ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ২১:২৫ পিএম

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিন দিন বয়সি একটি ছেলেশিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুটির নাম আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে শিশুটি চুরি হয়েছে।

ভোলা সদর উপজেলার রাজমিস্ত্রি মো. হিরন ও শাহিনা দম্পতির প্রথম সন্তান আব্দুল্লাহ। পরিবারটি বর্তমানে মিরপুর রুপনগর ১০ নম্বর টিনশেট এলাকায় থাকেন।

চুরি হওয়া নবজাতকের দাদি মসুরা বেগম জানান, মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে আব্দুল্লাহ ভূমিষ্ঠ হয়। গাইনি ২১২ নম্বর ওয়ার্ড থেকে মা-ছেলেকে নেওয়া হয় ১০৬ নম্বর ওয়ার্ডে। জন্মের পর থেকে আব্দুল্লাহ মায়ের বুকের দুধ না পাওয়ায় ওই ওয়ার্ডে ভর্তি সন্তান প্রসব করা শম্পা নামের এক নারী তাকে বুকের দুধ পান করাচ্ছিলেন। দুপুরে শম্পা আব্দুল্লাহকে কোলে নিয়ে ওয়ার্ড থেকে বের হওয়ার দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। এর কিছুক্ষণ পর থেকে আব্দুল্লাহকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

শম্পা জানান, আব্দুল্লাহ ঘুমিয়ে গেলে তার মা শাহিনার পাশে শুইয়ে রেখে তিনি দ্বিতীয় তলায় এনআইসিইউতে ভর্তি তার নিজের সন্তানের কাছে গিয়েছিলেন। এরপর কী হয়েছে তিনি জানেন না।

হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসারের প্লাটুন কমান্ডার উজ্জ্বল বেপারি বলেন, ’সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, এক নারী একটি বাচ্চা কোলে নিয়ে জরুরি বিভাগের পকেট গেটের ঢালসিঁড়ি দিয়ে বের হয়ে পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে মেইন রোডে চলে যাচ্ছে। তবে সিসিটিভি ফুটেজ দেখে নবজাতকটির স্বজনরা শিশুটিকে শনাক্ত করতে পারেনি। ওই নারীকেও চেনে না। ওই নারীর পরনে লাল রঙের ওড়না ও জামা ছিল।‘

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ’শিশু নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। পুরো হাসপাতাল সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। সেগুলো পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। আশা করছি, খুব দ্রুতই শিশুটি উদ্ধার হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা