× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজপথে ডাকলেন মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫১ পিএম

বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজপথে ডাকলেন মির্জা ফখরুল

এক দফার আন্দোলনে অংশ নিতে সব বিরোধী রাজনৈতিক দলকে রাজপথে নেমে আসার আহ্বান দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আজকে বড় দল-ছোট দল-মাঝারি দল এটা বড় কথা নয়। আমাদের দেশ, আমাদের মানুষ আজকে বিপদগ্রস্ত, বিপন্ন। তাদের অস্তিত্বকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই দায়িত্ব নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই ডাক দেন।

মির্জা ফখরুল বলেন, ‘আসুন গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে আমরা রাজপথে নেমে পড়ব। যেখান থেকে উচ্চস্বরে আমরা বলবএনাফ ইজ এনাফ। এক দফা দাবিতুমি যাও। এখন দয়া করে ছেড়ে দিয়ে একটা জনগণের রাষ্ট্র, একটা পার্লামেন্ট, জনগণের সমাজ তৈরি করার ব্যবস্থা করে দাও। অন্যথায় পালানোর পথটা খুঁজে পাবে না। অতীতে ডিক্টেটররা কিন্তু পালানোর পথ খুঁজে পায়নি।’

গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘তরুণরা এগিয়ে আসছে তাদের দল নিয়ে। আন্তরিকভাবে চাইতারা শোষণহীন সমাজ গঠনে জনগণকে জাগিয়ে তুলুক। তবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া তা সম্ভব নয়। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এখনোই সময়।’ 

অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা করাতে না দেওয়া সরকারের প্রতিহিংসা বলেও মনে করেন বিএনপি মহাসচিব।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী, জাসদের নাজমুল হক প্রধান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় মুক্তি কাউন্সিলে ফয়জুল হাকিম লালা, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা