প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৪ পিএম
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ফটো
দল পরিচালনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো নির্দেশনা দেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে দেখা করতে ১৩ সেপ্টেম্বর হাসপাতালে যান বিএনপির সরকার পদত্যাগে এক দফা দাবির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা।
সাক্ষাৎ শেষে বের হয়ে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে বেগম খালেদা জিয়া এক দফার আন্দোলন চালিয়ে নিতে বলেছেন।’
সাংবাদিকদের কাছে মান্না এই কথা বলার পর শুরু হয় নানা আলোচনা। কারণ দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া নির্বাহী আদেশে কারগারের বাইরে আছেন। সরকার দুটি শর্তে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছে। এগুলো হলো, তাকে দেশে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশ যেতে পারবেন না।
তবে নির্বাহী আদেশে মুক্ত থাকা খালেদা জিয়ার রাজনীতি করতে পারা-না পারা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
এমতাবস্থায় মান্নার বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘কে কী বলেছেন জানি না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, স্ট্যান্ডিং কমিটি আছে – সেভাবেই দলের সিদ্ধান্ত হয়। চেয়ারপারসন অসুস্থ। তিনি কোনো দলীয় নির্দেশনা দেন না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল প্রমুখ।