প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৬ পিএম
ফাইল ফটো
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার থাকায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ‘বাংলাদেশে গুম করে দেওয়া ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-এই ব্যাপারে তিনি (আদিলুর রহমান খান) ছিলেন সবচেয়ে সোচ্চার। এই বিষয়গুলো তিনি আন্তর্জাতিক অঙ্গনে, হিউম্যান রাইট কমিশন, মানবাধিকার সংস্থাগুলোতে তুলে ধরেছেন। যে কারণে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আদিলুর রহমান একজন সাধারণ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাক্টিভিস্ট এবং সারা পৃথিবীতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে অত্যন্ত পরিচিত ও সমাদৃত। আপনারা নিশ্চই লক্ষ্য করেছেন যে, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে তারা একটা রেজুলেশন নিয়েছে। সেই রুজুলেশনে তারা কনডেম করেছে এই সাজা দেওয়ায় এবং একই সঙ্গে তারা এই মামলা ও সাজা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।’
তিনি আরও বলেন,‘ ইউরোপীয় ইউনিউয়নের পার্লামেন্টে রেজুলেশনে বলা হয়েছে যে, বাংলাদেশে মানবাধিকার নেই, এটা (সাজা) তারও একটা প্রমাণ। তারা বলেছেন, বাংলাদেশে ডেমোক্রেসি, মানবাধিকার এগুলো অত্যন্ত খারাপ, ক্রমশ নিচের দিকে নেমেছে। আমরা আজকে আদিলুর রহমান খান ও এএসএম নাসির উদ্দিনকে অবিলম্বে সাজা প্রত্যাহার করে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল।