× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবুনগরে নতুন কমিটির বৈঠক ডেকেছে হেফাজত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১২ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের নবগঠিত কমিটির বৈঠকের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচির মীর ইদ্রীস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটি আমাদের পরিচিতি সভা। সংগঠনের সামনের দিনগুলোতে করনীর সম্পর্কে সেখানে আলোচনা হবে।’

এমন এক সময়ে হেফাজতে ইসলাম বৈঠকের ডাক দিয়েছে যার আগের দিন ২০১৩ সালের ৫ মে শাপলা চত্ত্বরের মৃত্যুর মিথ্যা সংখ্যা প্রকাশের দায়ে অধিকারের সম্পাদক আদিলুর রহমানসহ দুই জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রায় ঘোষণার পর রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘৫ মের ঘটনায় শহিদের সংখ্যা অগণিত। সরকারের প্রচন্ড চাপে কেউ যখন নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করতে পারছিল না, তখন অধিকার ৬১ জনের তালিকা প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দেয়।’

রাজনৈতিক জিঘাংসাবসত আদিলুর রহমান ও নাসির উদ্দিন এলানকে কারাদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির বলেন, ‘আমরা দায়িত্ব নিয়ে বলছি, শাপলা চত্ত্বরের শহীদের সংখ্যা নিয়ে আদিলুর কোনো মিথ্যা তথ্য দেননি। এটি নিয়ে সরকার নিজেই ধুম্রজাল তৈরি করেছে। শহিদের সংখ্যা নিয়ে হেফাজত যখনই সাংগঠগনিকভাবে তদন্ত করতে নেমেছে, তখনই ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে সরকার আমাদের থামতে বাধ্য করেছে।’  

সরকারকে উদ্দেশ্য করে বিবৃতিতে বলা হয়, ‘যদি নিজেদের ভালো চান, অবিলম্বে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে বন্দি মাওলানা মামুনুল হক, মুনীর হোসাইন কাসেমীসহ সকল আলেম এবং আদিলুর রহমান ও নাসিরুদ্দিন এলানকে মুক্তি দিন। হয়রানি বন্ধ করুন।’ 

হেফাজত ফের কঠোর কর্মসূচির দিকে যাচ্ছে কিনা জানতে চাইলে মীর ইদ্রীস বলেন, ‘সভাতে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগে কিছু বলতে পারছিনা।’

এর আগে দীর্ঘবিরতির পর গত ৩১ আগস্ট নতুন কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম। পুনর্গঠনের আগে এই কমিটির সদস্য সংখ্যা ছিল ৬৫ জন। তবে পুনর্গঠিত কমিটিতে স্থান দেওয়া হয়েছে ২০২ জনকে। কমিটিতে ফিরে এসেছেন আগের কমিটি থেকে বাদ পড়া বিতর্কিত নেতারা। কমিটি থেকে বাদ পড়েন কারাবন্দী থাকা আগের কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। তবে কমিটি ঘোষণার দিনই তার মুক্তির দাবিতে আলাদা করে বিবৃতি দেন হেফাজত আমির। হেফাজতে ইসলামের নেতারা জানিয়েছেন, মুক্তির পর তাকে যথোপযুক্ত দায়িত্ব দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা