× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা

যড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪২ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৭ পিএম

যড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না

সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি শক্তি যড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা যড়যন্ত্র করছে তাদের বলব- এই সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র করে পতন ঘটানো যাবে না। বিদেশি যারা গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে তারা এই যড়যন্ত্রীদের সঙ্গে থাকবে না। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলটির নেতারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। কর্মসূচির শিরোনাম ছিল- ‘এনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ’।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের থানা ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপি নেতাদের সরকারের পতন ঘটানোর হুমকির বিষয়ে কঠোর সমালোচনা করেন ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বিএনপি একটানা আন্দোলন সংগ্রাম করছে। একই দাবি নিয়ে ১৩ সাল থেকে শুরু করেছে। বলেই যাচ্ছে, শেখ হাসিনা পালানোর পথ পাবে না। একই কথা বারবার বলছে, শেখ হাসিনার পতন না হলে তারা কোনো নির্বাচনে যাবে না। এখন বলছে, এটা মহড়া। অক্টোবরে নাকি চূড়ান্ত আঘাত আনবে। আসুন আমরাও শপথ নিই, অতীতে যেভাবে মোকাবিলা করেছি, আগামীতেও মোকাবিলা করব। বাংলাদেশে সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি না আসে, ২০১৩ সালে নির্বাচনে না এসে যে পরিণত হয়েছিল তাদের, এবারও একই পরিণতি হবে। সরকারের পতন হবে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ’বিএনপি মহাসচিব বলেছেন, বৃহস্পতিবার মোহাম্মদপুরে পিসি মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা নাকি আমরা ঘটিয়েছি। বেগম খালেদা জিয়া বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার শুধু পাগল আর শিশু ছাড়া কেউ বোঝে না। বিএনপি এখন বলছে, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। আমি মনে করি, বিএনপি নেতারা এখন পাগল হয়েছেন।’ তিনি বলেন, ‘একটি নির্বাচিত সরকার কোথাও আগুন দিয়ে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে কেন? বরং তারাই দেশে অস্থিরতা সৃষ্টি করছে, দেশকে অশান্ত করছে সরকারের পতনের জন্য। তারাই গাড়িতে, রেলে আগুন দেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি মনে করি, মোহাম্মদপুরে কৃষি মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা তারাই ঘটিয়েছে। স্বাধীনতার পরে আমরা দেখেছি, পাটের গুদাম-খাদ্যের গুদামে আগুন লাগানো হয়েছে। এমনকি সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে, ঈদগাহ মাঠে এমপিকে গুলি করে হত্যা করা হয়েছে। কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ফখরুল ইসলাম যে মিথ্যাচার করেছেন, সেজন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, ’হেফাজত নিয়ে মিথ্যাচার করা হয়েছে। কিছু সুশীল সমাজের প্রতিনিধি, কিছু লবিস্ট, যারা বিএনপি-জামায়াত ও ধর্মান্ধদের টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দেয়। আদিলুর রহমান টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করেন।’ 

ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ’ইউরোপীয় ইউনিয়ন ঠিক বিএনপির ভাষায় আরেকটি রেজল্যুশন নিয়েছে। আমি তাদের আহ্বান জানাই- আপনারা বাংলাদেশে টিম পাঠান। আপনারা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার নেই, কথা বলার অধিকার নেই, মানবাধিকার হুমকির মুখে। মানবাধিকার কি শুধু মিথ্যাচার করা?’ 

তিনি আরও বলেন, ’আপনারা সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের দুয়েক ভাগ সংখ্যালঘু যদি বলে, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নিরাপত্তা দেয়নি, সবচেয়ে ভালো অবস্থানে নেই, আমরা এ দেশে সরকারে থাকব না। আমি ব্যক্তিগতভাবে এমপি হিসেবে বলছি, এ দেশ হিন্দু, খ্রিস্টান, গারো-চাকমা প্রতিটি মানুষের। এই সংখ্যালঘুদের ৯৯ ভাগ আওয়ামী লীগকে ভোট দেয়। তারা আওয়ামী লীগের পক্ষে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ’দলের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। নির্বাচন পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। আপনারা ঐক্যবদ্ধভাবে সতর্ক ও সোচ্চার থাকবেন। সভাপতি-সম্পাদক ডাকার সঙ্গে সঙ্গে মাঠে নামতে হবে।’

সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি শক্তি যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ’যারা যড়যন্ত্র করছে তাদের বলব- এই সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র করে পতন ঘটানো যাবে না। বিদেশি যারা গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে, তারা এই যড়যন্ত্রীদের সঙ্গে একসময় থাকবে না। আশা করি, সব দল নির্বাচনে অংশ নেবে। আপনারা নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।‘ 

মাহবুব-উল আলম হানিফ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ’আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের শপথ নিতে হবে- বিএনপি-জামায়াতের অশুভ তৎপরতা নসাৎ করে দিয়ে শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় আনব।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা