× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার দেশে দুর্ভিক্ষ ডেকে আনছে : নুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৯ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৮ পিএম

সরকার দেশে দুর্ভিক্ষ ডেকে আনছে : নুর

সরকার দেশে দুর্ভিক্ষ ডেকে আনছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৬ সেপ্টেম্ব) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ব্যর্থতার প্রতিবাদে মশারি মিছিলপূর্ব সমাবেশে তিনি এ দাবি করেন।

নুরুল হক নুর বলেন, ‘গত পরশু ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, ভিন্নমতের দমন-পীড়ন ও মানবাধিকারকর্মীদের হয়রানিতে উদ্বেগ প্রকাশ করে প্রস্তাব পাস করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমারা বারবার অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। সরকার যদি সুষ্ঠু নির্বাচন না করে, বিদেশিরা নিষেধাজ্ঞা দিয়ে সরকারকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দেবে। নিষেধাজ্ঞার ফলে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়বে। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। সরকার দেশে দুর্ভিক্ষ ডেকে আনছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা আর ছলচাতুরি করে ক্ষমতায় থাকতে পারবে না। এ বছরই তাকে বিদায় নিতে হবে। আমাদের পরিষ্কার কথা, সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’

ডেঙ্গুর ভয়াবহতা উল্লেখ করে নুর বলেন, ‘আপনারা দেখেছেন মশার ওষুধ কেনার জালিয়াতি ঢাকতেও জালিয়াতি করেছে। ভুয়া কোম্পানি থেকে মশার ওষুধ কিনেছে। এরা বাটপার, প্রতারক, ভুয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন পিষ্ট। এরা জনগণের জন্য কিছু করবে না। এই অবৈধ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমরা একটা একটা করে সকল সমস্যার সমাধান করব। সৎ সাহসীদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে গণঅধিকার পরিষদ গণমানুষের জন্য রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘একটা ডাব কিনতে ২০০ টাকা লাগে, শেখ হাসিনার তো আর ডাব কিনে খেতে হয় না, জনগণ যে কষ্টে আছে সেটা তারা বুঝবে না। একটা লুটেরা সরকার, ভোট চোর সরকার ক্ষমতায় রয়েছে। দেশে-বিদেশে সব জায়গায় এই সরকারকে ভোট চোর বলে মানুষ। গত দুইটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই আমরা বলছি, এবার অন্তত আল্লাহরওয়াস্তে জনগণকে ভোট দেওয়ার সুযোগটা দিন। আপনি আগে ক্ষমতা ছাড়ুন, তারপর নির্বাচন দিন। ভোট দিতে চাওয়া তো আমাদের কোনো অপরাধ না।’

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, পরিষদ উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা