× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী দেখতে চান নজিবুল বশর মাইজভান্ডারী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১২ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:০০ পিএম

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন ফটিকছড়ির সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। প্রবা ফটো

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন ফটিকছড়ির সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। প্রবা ফটো

শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী দেখতে চান বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধানকে সমুন্নত রাখার জন্য আমরা ১৪-দলীয় জোট ঐক্যবদ্ধ আছি। আমি দোয়া করি, শেখ হাসিনা যেন আজীবন প্রধানমন্ত্রী থাকেন।’ 

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ির সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন হয়ে যাবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আমি আবার নৌকা নিয়ে নির্বাচন করে এমপি হব। অনেকেই অনেক কিছু বলছে, অনেক ষড়যন্ত্র করছে, সেদিকে নজর দেওয়ার সুযোগ নেই।’ 

নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘ফটিকছড়িতে নৌকা অনেকেই চাইতে পারে। আমি স্বাগত জানাই তাদের। কেউ নৌকা নিয়ে এলে আমি নিজে থেকে তাকে নির্বাচিত করব। সেই মানসিকতা আমার আছে। আমি জানি নৌকা আমিই পাব।’

তিনি বলেন, ‘যত বেশি দল নির্বাচনে আসবে তত সরকারের জন্য লাভ। আমার জন্য আরও বেশি লাভ। আমি নৌকা নিয়ে নির্বাচন করব। নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, তরিকতের মার্কা হচ্ছে ফুলের মালা। স্বাধীনতার প্রতীক নৌকায় উঠে বৈতরণী পার করব, তরিকতের ফুলের মালা নিয়ে বিজয়ের বেশে নামব, সুপ্রিম পার্টির একতারা বাজিয়ে গান গেয়ে আমাকে বরণ করে নেবে।’

এর আগে সকালে উপজেলা চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি, ভাইস চেয়ারম্যান জেবুননাহার মুক্তা ও অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ফটিকছড়ি পৌর মেয়র মো. ইসমাঈল হোসেন।

মেলায় ফটিকছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তর অংশগ্রহণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা