সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৪ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৮ পিএম
গ্রেপ্তার বিএনপির তিন নেতা। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আরশাদ গাজী ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান।
ওসি গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের ওপর হামলা মামলার আসামি। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হবে।