প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:২১ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৪ এএম
ছবি : সংগৃহীত
সরকার পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশে পাঁচ দিনের ছয়টি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বে পরিচালিত সরকারবিরোধী আন্দোলনের শরিক ১২ দলীয় জোট।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জোটটির শরিক দল কল্যাণ পার্টির রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, ২৯ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে মহাসমাবেশ করা হবে। এ ছাড়া ঢাকায় ২২ সেপ্টেম্বর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ-মিছিল, ২ অক্টোবর খিলগাঁও জোড়া পুকুর মাঠের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও জানান, ঢাকার বাইরে ২১ সেপ্টেম্বর সিলেট জেলায়, ৩ অক্টোবর কুমিল্লা মহানগরে ও একই দিন চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে।