× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপনাদের কিচ্ছু করব না, ক্ষমতা ছেড়ে দিন : মির্জা আব্বাস

কেরানীগঞ্জ (ঢাকা) ও টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩২ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ফটো

জোর করে ক্ষমতায় না থেকে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ’আপনাদের কিচ্ছু করব না, ক্ষমতা ছেড়ে দিন। আমরা আপনাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চাই।’

এক দফা দাবিতে টানা ১৫ দিনের ঘোষিত যুগপৎ কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

মির্জা আব্বাস বলেন, ’শেখ হাসিনা ও আওয়ামী লীগ জোর করে একটা রাজত্ব কায়েম করেছে। এ দেশে চোর-ডাকাতদের বিচার হয় না, বিচার হয় বিএনপি নেতাদের।’


প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, ’একজন ডিসি বলেছেন বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যায় না। আমরা বলি, আপনারা কে এই কথা বলার? জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে।’

 

সংবিধানের বাইরে নির্বাচন হবে না, আওয়ামী লীগ নেতাদের এমন কথার জবাবে মির্জা আব্বাস বলেন, ’৯৬ সালে আপনারা যেই সংবিধান দিয়ে নির্বাচন করেছেন, সেই সংবিধানে নির্বাচন হবে।’


সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে তিনি বলেন, ’নিত্যপণ্যের দাম অনেক বেশি। কিন্তু বাণিজ্যমন্ত্রী বলেন সিন্ডিকেট ভাঙা যাবে না। আসলে দেশে কৃত্রিম সংকট তৈরি করে দুর্ভিক্ষ তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ।’


খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আব্বাস বলেন, দেশকে মুক্ত করতে হলে খালেদা জিয়ার মুক্তি আগে দরকার। এ অবস্থায় তিনি সবাইকে ঘরে বসে না থেকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

 

সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

 

এদিকে বিকালে টঙ্গীতে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ’এ সরকার নিজে নিজেই পড়ে যাবে, কারণ তারা ক্ষমতায় থাকার সব যোগ্যতা হারিয়ে ফেলেছে। তারা দেউলিয়া হয়ে গেছে। ক্ষমতায় থাকার বিভিন্ন অপকৌশল করেও শেষ রক্ষা হবে না।’


তিনি বলেন, ’সেলফি তুলে প্রচার চালালেও কোনো দেশের নীতির পরিবর্তন হয় না। দেশে দেশে ধরনা দিয়ে কিছুই হবে না। আজ যে আন্দেলন কর্মসূচি শুরু হলো, এটা শুধু আন্দোলন নয়, এটা যুদ্ধ। আগামীতে কোনো কর্মসূচি পুলিশের অনুমতিতে আর হবে না।’

 

টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজমাঠে সমাবেশের স্থান চেয়ে পুলিশের কাছে আবেদন করলেও ছাত্রলীগের পাল্টা সমাবেশের কারণে অনুমতি না দেওয়ায় বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকারের বাড়ির আঙিনায় সমাবেশের আয়োজন করা হয়।


এতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, প্রভাষক বশির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা