নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৫ এএম
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার
বিএনপি থেকে বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, একটা চাপ্টার ক্লোজ হলে সেটা ওপেন হতে পারে না। বিএনপির সাথে জোট হতে পারে। বঙ্গবন্ধু কন্যা জাসদের সাথে জোট করেছে। সেখানে জোট হতে পারে। তবে একটা দল আমাকে বহিষ্কারের পর গোনায় ধরল না। সেখানে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। সময়ের রাজনীতির ওপর নির্ভর করবে তৃণমূল বিএনপি কোন পথে যাবে। তৃণমূল বিএনপি কোনো ব্যাক্তিগত দল হবে না, এটা ব্যাক্তির সিদ্ধান্তে চলবে না। গত সোমবার রাতে তৃণমূল বিএনপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিদিনের বাংলাদেশকে এসব কথা জানান।
তৃণমূল বিএনপিতে যোগদান প্রসঙ্গে তৈমূর আলম খন্দকার বলেন, আমি তো আর আওয়ামী লীগে যোগ দেব না। সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে আসছি। আমি দল ছাড়িনি। বিএনপি আমাকে বহিষ্কার করেছে। অন্যান্যরা প্রাক্তন দল সম্পর্কে যেমন সমালোচনা করে আমি সেটা করবো না। তবে আমাকে যে অভিযোগে বহিষ্কার করেছে এটা সঠিক না। ২০১১ সালে জমি বিক্রি করে নির্বাচন করেছি। তারপরেও দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বসে গেছি। তবে দুঃখ হল আমি জানার আগে নৌকার প্রার্থী (মেয়র আইভী) জানে আমাকে বসিয়ে দেওয়া হবে বা বহিষ্কার করা হবে।
তিনি বলেন, আমাকে জনগণের চাপে মুখে নির্বাচন করতে প্রস্তাব পেয়ে রাজি হই। যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন স্থানীয় নির্বাচন স্বতন্ত্রভাবে করা যাবে। তখনও আমাকে কেউ বলেনি নির্বাচন না করতে। যেদিন মনোনয়ন জমা দেই সেদিন হাজারও নেতাকর্মী নিয়ে গিয়েছি। আমাকে একটা ফোনও করেনি। আগে তো নির্দেশ দিতে হবে, তারপর আসবে সিদ্ধান্ত অমান্য করার প্রসঙ্গ।
তিনি আরও বলেন, গত দেড় বছর ধরে আমি বহিষ্কৃত হয়েও দলের পতাকা বহন করছি। ঢাকার প্রতিটি কর্মসূচিতে আমি হাজার হাজার লোক নিয়ে গিয়েছি। তারপরেও দল আমার প্রয়োজন মনে করে না। দলের এখন সুসময়। আশা করি এ সুসময় আরও থাকবে। যখন নারায়ণগঞ্জে ব্যানার ধরার লোক ছিল না। এ নারায়ণগঞ্জে অফিস ছিল না। শহীদ জিয়াউর রহমানের ম্যুরালে কালি লাগিয়েছিল সে কালি ডিসিকে দিয়ে পরিষ্কার করিয়েছি। মিছিলে গুলিবিদ্ধ হয়েছি। সরকারের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের নেতারা বলে আপনি তো বিএনপির হয়ে কথা বলতে পারেন না। আপনি তো বহিস্কৃত। আমার তো একটা প্ল্যাটফর্ম দরকার। আমার কারও প্রতি ক্ষোভ নেই।