× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডামি প্রার্থী দিয়ে সাজানো নির্বাচন করে শেষ রক্ষা হবে না: এবি পার্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৬:১১ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ১৬:১৫ পিএম

ডামি প্রার্থী দিয়ে সাজানো নির্বাচন করে শেষ রক্ষা হবে না: এবি পার্টি

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘আওয়ামী লীগ ডামি প্রার্থী দাঁড় করিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখিয়ে যে সাজানো নির্বাচন করতে যাচ্ছে, এতে শেষ রক্ষা হবে না। জনগণের কাছে তাদের সকল হীন ষড়যন্ত্রের মুখোশ ধরা পড়ে গেছে।’

সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল এবং রাজবন্দীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সোমবার (২৭ নভেম্বর) রাজধানীতে গণপ্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

এবি পার্টি মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টন হয়ে বিজয় একাত্তর চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করার পরও সরকার গোঁয়ার্তুমি করে জনগণের প্রত্যাখ্যান করা একপেশে নির্বাচন আয়োজন করার কারণে দেশ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পড়বে। এতে অর্থনীতি ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকতে সরকার দেশকে বিদেশিদের মল্লযুদ্ধের ক্ষেত্র বানানোর ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছে।’

এটিকে ‘সর্বনাশা খেলা’ আখ্যা দিয়ে তা বন্ধের জোর দাবি জানান তিনি।

সমাবেশে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘নতুন নতুন নাটক তৈরি করে মানুষ হাসাতে পারবেন কিন্তু জনগণের সমর্থন পাবেন না। অবৈধ নির্বাচন করে বাংলাদেশে আগেও কেউ বৈধতা পায়নি, ভবিষ্যতেও পাবে না। এবি পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা