× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘একতরফা’ নির্বাচন বয়কটে জনগণকে রাস্তায় নামার আহ্বান পেশাজীবীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৮:১৯ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৯ পিএম

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। প্রবা ফটো

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘একতরফা’ দাবি করে তা বয়কটে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এজেড এম. জাহিদ হোসেন এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে প্রহসনের নির্বাচন চায় না, তারা নির্বাচন বয়কট করেছে। আজকে একটি সরকারি ভবন থেকে নির্ধারিত হচ্ছে কে কয়টি আসন পাবে। বাংলাদেশে ৫২ বছর আগে যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, আইনের শাসনের জন্য, সাম্যের জন্য। আজকে তার কী দুরবস্থা। আজকে জনগণের কোনো দাম নেই। দাম হচ্ছে কতিপয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কতিপয় প্রতিষ্ঠান আর কতিপয় শাসক শ্রেণির বাড়িঘর। তারা নির্ধারণ করবে কে এমপি হবে, কে কয়টা সিট পাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আজকে আপনারা জেগে উঠুন। এটি শুধু বিএনপি নয়, এটি শুধু সমমনা জোট ও দলের নয়, এটি বাংলাদেশের সব গণতন্ত্রকামী মানুষের আন্দোলন। জনগণের ভোটাধিকার উদ্ধারের এই আন্দোলনে পেশাজীবীরা একত্রিত হয়েছেন, আপনারা রাস্তায় নেমে আসুন। জনগণ যখন রাস্তায় নেমেছে, জনগণ যখন রক্ত দিতে শিখেছে, জনগণের রক্ত বৃথা যায় না, অতীত তা বলে না। কাজেই জয় আমাদের সুনিশ্চিত।’

জাহিদ বলেন, ‘আগামী দিনের কর্মসূচিতে আপনারা (পেশাজীবীরা) একইভাবে অংশগ্রহণ করবেন এবং এই সরকারকে বুঝিয়ে দিতে হবে জনগণের ক্ষমতা অসিম। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জনগণ নির্ধারণ করবে এদেশে কে ক্ষমতাসীন হবে, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না।’

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচারের দাবিতে এই মানববন্ধন হয়। এতে শিক্ষক-চিকিৎসক-আইনজীবী-কৃষিবিদসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার বলেন, ‘২০১৪ ও ’১৮ সালের মতো সরকার এবারও একটা প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে। কিছু লোককে ভুলিয়ে-ভালিয়ে ভয় দেখিয়ে আপনি নির্বাচনে আনতে চেয়েছেন। আসলে নির্বাচন তো হচ্ছে নামে, ভোট তথা আসন ভাগাভাগির সমঝোতা হচ্ছে। এই নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, আইন ব্যবস্থা বলেন… অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব দেশকে আর ধ্বংসের দিকে নিয়ে যাবেন না। বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে উপস্থিত। এই দেশকে রক্ষা করুন। আপনি (শেখ হাসিনা) একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আপনি একটানা ১৫ বছর ক্ষমতায় আছেন…. জনগণের পালস বোঝেন… এই আন্দোলন বিএনপি তথা কোনো সমমনা দলের আন্দোলন নয়। এটি জনগণের আন্দোলন। জনগণ শুধু ভোটের অধিকার চায়, আর কিছু চায় না।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, ইউনাইটেড ল‘ইয়ার্স ফ্রন্টের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুতফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম সেলিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মহসিন মিয়া, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক হারুন আল রশিদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের রাশেদুল হাসান হারুন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের শহীদুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা