× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট

নির্বাচনে বাধা দিতেই অবরোধ জোরদার করছে বিএনপি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ০০:০৫ এএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১০:৪৮ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করতে বিএনপি অবরোধের মতো তৎপরতা জোরদার করেছে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজের পোস্টে এ অভিযোগ করা হয়।

পোস্টটিতে বলা হয়, ‘যখন ৭ জানুয়ারি অত্যন্ত অংশগ্রহণমূলক এবং দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের আয়োজন চলছে, তখন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহলের ক্রমবর্ধমান প্রচেষ্টা প্রত্যক্ষ করছে জাতি। রাজনৈতিক সমর্থন অর্জনে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্রদের একটি অংশ আসন্ন নির্বাচনে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা তৈরির লক্ষ্যে অবরোধ কার্যকর করতে প্রচেষ্টা জোরদার করেছে। বিএনপির এ কৌশলগত পদক্ষেপের কারণে সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘তাদের সমর্থকরা আতঙ্ক সৃষ্টি করতে এবং তাদের বিতর্কিত দাবিগুলো মেনে নিতে সরকারের ওপর অযথা চাপ সৃষ্টি করতে এ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এ সহিংসতার একটি উজ্জ্বল উদাহরণ ১৩ ডিসেম্বর ঘটে, যখন বিএনপি-জামায়াতের কর্মীরা ইচ্ছাকৃতভাবে রেলওয়ে ট্র্যাকের ২০ ফুটের একটি অংশ সরিয়ে দেয়। ফলে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ভোর ৪টার দিকে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় একজন নিহত এবং ৫০ জনের বেশি যাত্রী আহত হয়। এ ঘটনা বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের ফল। জাতীয় স্থিতিশীলতা বিঘ্নিত করতে এসব দল কতটা বিপজ্জনক পথে যেতে পারে, ওই ঘটনা তার একটি দৃষ্টান্ত।

‘অন্যদিকে ১৯ ডিসেম্বর ঢাকার তেজগাঁও রেলস্টেশন এলাকায় নাশকতাকারীরা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিলে একজন নারী ও তার তিন বছরের ছেলেসহ অন্তত চার যাত্রী নিহত হয়। বিএনপি-জামায়াত জোটের কর্মকাণ্ড রাজনৈতিক অস্থিরতার বাইরে প্রসারিত। তারা নাগরিকদের শারীরিক এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করেছে। পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা গোষ্ঠীগুলোর রেলের ট্র্যাক ছিন্ন করার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ উন্মোচন করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা