× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামাশার নির্বাচন জনগণ মানে না : সম্মিলিত পেশাজীবী পরিষদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৩:১০ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৩ পিএম

তামাশার নির্বাচন জনগণ মানে না : সম্মিলিত পেশাজীবী পরিষদ

সরকার ‘একতরফা’ ও ‘তামাশা’র নির্বাচন শুরু করেছে মন্তব্য করে সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা বলেছেন, ‘দেশের জনগণ এ নির্বাচন মানে না।’ তাই সংকট সমাধানে নির্বাচন বন্ধ করে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ৭ জানুয়ারির ‘ভোট বর্জনে’ লিফলেট বিতরণ কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।

সংগঠনটির নেতা রুহুল আমিন গাজী বলেন, ‘বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছে। একসাগর রক্তের বিনিময়ে যে দেশটি আমরা সবাই মিলে স্বাধীন করলাম গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য; আজকে সেই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে?’

গত দুটি সংসদ নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি ২০১৪-এ বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট করলেন, ২০১৮-তে রাতে ভোট করলেন। এখন আবার তামাশার নির্বাচন শুরু করেছেন, ডামি নির্বাচন শুরু করেছেন; যে নির্বাচন কেউ মানে না। বাংলাদেশের জনগণ এ নির্বাচন মানে না।’

রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রুহুল আমিন গাজী আরও বলেন, ‘আমরা সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাইএ নির্বাচনী খেলা বন্ধ করেন, তফসিল-ভোট বন্ধ করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন। একটি ‍সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনেন।’

‘অন্যথায় এ নির্বাচন করার … আপনি যদি মনে করেন চিরস্থায়ী আরেকটি বাকশাল শাসন কায়েম করবেন, তা দুঃস্বপ্ন হবে। তা কখনও বাংলাদেশে কায়েম হবে না,’ যোগ করেন তিনি।

এ দেশের মানুষ স্বাধীনতাকামী উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের মানুষ গণতন্ত্রের পূজারি, এ দেশের মানুষ কখনও পরাধীনতা মেনে নেয়নি, নেবেও না।’

রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক শামসুল আলম, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা