× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘যদি সুযোগ দেন, ৫ বছর পর বলবেন ছেলেটা কিছু করে গেছে’

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৭:২২ পিএম

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় অংশ নেন মাশরাফি বিন মুর্তজা। প্রবা ফটো

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় অংশ নেন মাশরাফি বিন মুর্তজা। প্রবা ফটো

আরেকবার এলাকার মানুষের সেবক হওয়ার সুযোগ চেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এজন্য আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মাশরাফি বলেন, ‘আমাকে যদি কাজ করার সুযোগ দেন, আজ থেকে ৫-৭ বছর পরে আপনারাই বলবেন ছেলেটা কিছু করে গেছে।’

রবিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় বক্তব্য শেষে তিনি একই ইউনিয়নের দারিয়াপুর, হোগলাডাঙ্গা ও গোপালপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ (লোহাগড়া ও সদর) আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি এবারও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী।  

ভোটারদের উদ্দেশে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আগামী ৭ জানুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আমি আমার ভোট তো চাইব। ভোট চাওয়ার জন্যই এসেছি।’

তিনি বলেন, ‘অন্য দশজন চাওয়া আর আমি চাওয়ার তো পার্থক্য আছে। যে প্রার্থী তারই তো চাইতে হবে। আপনাদের আহ্বান করছি, আমার জন্য না আপনাদের জন্য, আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য নৌকা মার্কায় ভোটটি দিয়ে দলমত নির্বিশেষে আমাকে কাজ করার সুযোগ দিন। যদি সুযোগ দেন আজ থেকে ৫-৭ বছর পরে আপনারা বলবেন ছেলেটা কিছু করে গেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা