× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম অগ্রাধিকার হবে কর্মসংস্থান : খালিদ মাহমুদ চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৯:৫৯ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ২০:১১ পিএম

নিজ নির্বাচনী এলাকায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

নিজ নির্বাচনী এলাকায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

টানা দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় ডাক পেয়ে শপথ নিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেন তিনি। 

খালিদ মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ তারুণ্যনির্ভর। কাজেই সমগ্র দেশই তারুণ্যের ওপর নির্ভর করে এগিয়ে যাবে।’

আগামীতে মন্ত্রণালয়ের প্রথম অগ্রাধিকার কর্মসংস্থান হবে জানিয়ে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের যে উন্নয়নগুলো হচ্ছে, সেগুলো তো চলমান থাকবে। এ ছাড়া আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি যে উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান। আমরা অবশ্যই এই কর্মসংস্থানের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব, যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন।’

তিনি বলেন, ‘যে বিশ্বাস ও আস্থা আমার ওপর প্রধানমন্ত্রী রেখেছেন, আমি চেষ্টা করব সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার জন্য।’ 

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীর পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।

খালিদ মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজনীতি করছি। তিনি যেখানে যেভাবে রাখবেন আমরা সেখানেই কাজ করব। সেই প্রত্যয় নিয়েই তার নেতৃত্বে আমরা রাজনীতি করি। দ্বিতীয়বার তিনি আমাকে তার নেতৃত্বে মন্ত্রিসভায় সুযোগ দিয়েছেন, যে বিশ্বাস ও আস্থা আমার ওপর রেখেছেন, আমি চেষ্টা করব প্রধানমন্ত্রীর সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার জন্য।’

খালিদ মাহমুদ একাদশ জাতীয় সংসদের অধীনে নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর নির্মাণকাজের নেতৃত্ব দেন। এই বন্দর বাংলাদেশের আগামীর অর্থনীতির গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে।

একই সঙ্গে ঢাকার চারপাশে নদী দখলরোধে ভূমিকা রেখে প্রশংসা পেয়েছেন সুধীসমাজের। মোংলা বন্দরের খননকাজ পরিচালনা করে ভারী জাহাজ চলাচলে সক্ষমতাও তৈরি করেছেন খালিদ মাহমুদ চৌধুরী।

খালিদ মাহমুদ বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক, আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী ও দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা