× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র বলেনি সুষ্ঠু নির্বাচন হয়েছে : রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৮ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৩ পিএম

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লক্ষ্য অর্জনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে যুক্তরাষ্ট্র এ কথা বলেনি।

তিনি বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের তো সম্পর্ক থাকতেই পারে। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে, এ কথা তো তারা বলেনি। রাশিয়ার সঙ্গে কি পশ্চিমা বিশ্বের সম্পর্ক নেই, চীনের সঙ্গে কি যুক্তরাষ্ট্রের সস্পর্ক নেই… আছে।’

সোমবার (৫ ফেব্রুয়ারি)) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের চিঠির প্রতি দৃষ্টি আকষর্ণ করলে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আদর্শগত যে জায়গাটা, গণতন্ত্রের প্রশ্নে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের কাছ থেকে তো পশ্চিমা দেশের জনগণ তথা গণতান্ত্রিক বিশ্বের সরকার সরে আসেনি। কয়েক দিন আগেও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নির্বাচনের বিরুদ্ধে তাদের বক্তব্য বলেছে। জাতিসংঘ এই নির্বাচনের বিরোধিতা করে আসছে। পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের কাছে গণতন্ত্র একটা আদর্শিক বিষয়, এই প্রশ্ন তারা ছাড় দেয়নি।’

মিয়ানমারের সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সরকারের নতজানু নীতির কারণেই আজকে আমাদের সীমান্তে ভয়ংকর অবস্থা। সেখানে রক্ত ঝরছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার যে সরকারের মধ্যে থাকে না, সেই সরকারের সময় দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়।’ 

তিনি বলেন, ‘বিএনপির সময়ে যখন এসব মোকাবিলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ করা হয়েছে। এই সরকার প্রতিবাদ করতেও ভয় পায়। কারণ সরকার জনগণকে বন্দি করেছে রাষ্ট্রশক্তি দিয়ে। তারা জনগণকে জিম্মি করে অন্যের সেবায় দাসত্ব করছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা