× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাতৃভাষা দিবসে বন্দি গণতন্ত্র মুক্ত করার শপথ বিএনপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৮ পিএম

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন  রুহুল কবির রিজভী। প্রবা ফটো

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। প্রবা ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি। শ্রদ্ধানিবেদন শেষে বন্দি গণতন্ত্র মুক্ত করার শপথ নিয়েছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার নিপীড়ন-নির্যাতন করে আমাদের ২৫ হাজার নেতাকর্মীকে অসংখ্য মামলায় কারাগারে বন্দি করে রেখেছে। তার পরও তারা মুক্তি পেয়েই উদ্বুব্ধ হচ্ছে নতুন স্লোগান, নতুন আন্দোলনে গণতন্ত্র ফেরাতে, বন্দি গণতন্ত্র মুক্ত করতে।’

রিজভী বলেন, ‘দেশের মানুষ সোচ্চার কণ্ঠে কথা বলতে চায়, নির্বিঘ্নে কথা বলতে চায়, সেই অধিকারের প্রতিষ্ঠার মূল প্রেরণা বায়ান্নর একুশে ফেব্রুয়ারি। আমরা সে পথ ধরে এগিয়ে যাব। এটাই আজ আমাদের শপথ। আমরা লক্ষ্য অর্জনে সফল হব ইনশা আল্লাহ।’

এক প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের এক দফার আন্দোলন থামেনি, আন্দোলন চলছে। আমাদের যে অভীষ্ট লক্ষ্য সে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। আমরা এক দফার আন্দোলনে অটুট আছি, থাকব।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা হতাশ নয়, তারা উজ্জীবিত। তাদের মনের আকুতিতারা একটি সত্য ও ন্যায়ের জন্য লড়াই করছে।’

এর আগে সকালে ৭টায় বলাকা সিনেমা হলের সামনে রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সমবেত হয়ে প্রভাতফেরি করে প্রথমে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে। ‘একুশ মানে মাথা নত না করা’ কালো ব্যানার ও পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সকাল ১০টা ৪৭ মিনিটে। নেতাকর্মীরা বুকে  কালো ব্যাজ ধারণ করে।

শ্রদ্ধানিবেদনের সময় দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আমিনুল হক, হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, আবেদ রাজা, রফিক শিকদারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগরী বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা