× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ সরকার থাকলে নিত্যপণ্যের দাম কমবে না : শেখ বাবলু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ০০:৩৯ এএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ১০:৫০ এএম

শেখ রফিকুল ইসলাম বাবলু। ফাইল ফটো

শেখ রফিকুল ইসলাম বাবলু। ফাইল ফটো

গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ‘প্রতিটি নিত্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। মানুষ বাজারে গিয়ে একটা পণ্য কিনলে আরেকটা কিনতে পারে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশাহারা। অথচ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই সরকারের। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় দেশবাসীর কাছে তাদের কোনো জবাবদিহি নেই।’

রবিবার (৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নীতিনির্ধারণী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এ সরকার (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকলে নিত্যপণ্যের দাম কমবে না। তাই সরকারকে বিদায় করতে হবে। এজন্য আন্দোলন আরও বেগবান করতে হবে।’

সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও যৌথ আন্দোলনের কৌশল এবং সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে ভাসানী অনুসারী পরিষদের ছাত্র ও কৃষক সংগঠন বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ভাসানী অনুসারী পরিষদের নামে অনুমোদনহীন ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ পরিচালনাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

ভাসানী অনুসারী পরিষদের নেতারা বলেন, ‘কেন্দ্রীয় কমিটির অনুমোদন বা কোনো আলোচনা ছাড়াই ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটি, ভাসানী অনুসারী পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় দপ্তর নামে কেউ কেউ ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন।’

সভায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবিলম্বে এসব এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা