× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারামুক্ত হলেন মজনু-জাহাঙ্গীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ২০:১৮ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ০৮:০৯ এএম

কারামুক্তির পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ছবি: এস এম
জাহাঙ্গীর

কারামুক্তির পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ছবি: এস এম জাহাঙ্গীর

প্রায় এক বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর। সোমবার (৪ মার্চ) বিকেল সোয়া চারটায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান জাহাঙ্গীর এবং সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান মজনু।

কারামুক্তির পর সরাসরি নয়াপল্টনে দলের মহানগর কার্যালয়ে আসেন মজনু। এদিন সন্ধ্যায় বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে তাকে সংবর্ধনা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আব্দুস সালাম বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। তাই গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। যতদিন দেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে, ততদিন ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। ইনশাআল্লাহ্ এই সংগ্রামে জনগণ জয়ী হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটের সরকার নয়। তারা একতরফা ডামি নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে কবজা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে। একপাক্ষিক নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। তারা নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে।’

আরও বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় বসেই আওয়ামী লীগ বেপরোয়া আচরণ শুরু করেছে। সরকারি দলের সিন্ডিকেটকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বাড়িয়েছে। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। দখলদার সরকারের নীতিই হচ্ছে গরিব মানুষের পকেট কাটা। ডামি সরকার জনগণের বাঁচা মরাকে পাত্তা দেয় না। গরীব মানুষের রক্ত চুষে নিতেই এরা তৎপর।’

সদ্য কারামুক্ত মজনু বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলন চলছে, চলবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হবে। জনগণের বিজয় সুনিশ্চিত।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জৈষ্ঠ্য সদস্য ইশরাক হোসন বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা ১৪ সালে একতরফা নির্বাচন, ১৮ সালে দিনের ভোট রাতে আর ২৪ সালে প্রহসনের ডামি নির্বাচন করেছে। দেশের ৯৫ ভাগ মানুষ এই ভোট বর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না।’

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, মনির চেয়ারম্যান, সিকান্দার কাদির, দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু, সদস্য সাব্বির আহমেদ আরেফ, মকবুল হোসেন টিপু, এড, ফারুক, জামসেদুল আলম শ্যামল, প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তাসহ মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা