× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুন এখন ক্ষমতাশালীদের সংস্কৃতিতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ০১:১১ এএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ১০:৫৮ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

ঠান্ডা মাথায় খুন করা এখন ক্ষমতাশালীদের সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লালমনিরহাটের মহেন্দ্রনগর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রের পরতে পরতে অমানবিকতা, নিষ্ঠুরতা ও পৈশাচিকতার বহিঃপ্রকাশ। রাষ্ট্রক্ষমতার জন্য শাসকগোষ্ঠী গোটা দেশ সন্ত্রাসী দুঃশাসনের ছায়ায় আচ্ছন্ন করে রেখেছে।’

তিনি বলেন, ‘দুর্নীতি বৃদ্ধি-বিকাশের আদর্শস্থল ডামি সরকার পেশিশক্তি আর রক্তপাতকেই ক্ষমতা ধরে রাখার অবলম্বন মনে করছে। তাই প্রতিবাদী স্বর থামিয়ে দিতে ভয়ংকর গুম, খুন, গুপ্তহত্যার নীলনকশা বাস্তবায়ন করে যাচ্ছে। আওয়ামী ত্রাসের ক্রমপরিবর্তনশীল স্বরূপ এখন হিংস্র চেহারা নিয়ে দেশের সর্বত্র আত্মপ্রকাশ করেছে।’

তিনি বলেন, ‘গতকাল লালমনিরহাটের মহেন্দ্রনগর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে পৈশাচিক কায়দায় হত্যা বর্তমান দুঃশাসনের আরেকটি ভয়ানক দৃষ্টান্ত। জনগণ এ অমানবিক ও হৃদয়বিদারক ঘটনার বিচার একদিন বাংলাদেশের মাটিতেই করবে।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে মো. ফেরদৌস আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি  নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা