× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে : গণতন্ত্রী পার্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৬:১৯ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৬:৪৪ পিএম

শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রী পার্টির আয়োজনে ‘মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান শীর্ষক’  আলোচনা সভা অনুষ্ঠিত। প্রবা ফটো

শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রী পার্টির আয়োজনে ‘মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত। প্রবা ফটো

সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

শনিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রী পার্টির আয়োজনে ‘মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান শীর্ষক’ অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

আলোচনায় বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশে রাজনৈতিক অপশক্তি ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর কিন্তু মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা এখনও হয়নি, তাই প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার বলেন, দেশে রাজনৈতিক সংকট, দেশে এত রাজনৈতিক দল, এত বিভক্তি, বাংলাদেশ একটি ছোট দেশ, এত রাজনৈতিক দল প্রয়োজন নেই, এত স্বার্থপর রাজনৈতিক বিভক্তির মধ্যে দেশ এগিয়ে যাবে কীভাবে? সৎ রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নত দেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

আলোচনার শুরুতে ডা. শহীদুল্লাহ সিকদার ‘মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান’ শীর্ষক লিখিত প্রবন্ধ পাঠ করেন।

গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য ও বিএমএ সাবেক সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ, ন্যাপ গেরিলা বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দকুর রহমান।

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য জেড এ ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, গণতন্ত্রী পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য ডা. আবুল কাশেম, সৈয়দা আফসানা আলতাফ শিল্পী, রফিক উদ্দিন পনির, নাজমুল কবির, শফী নেজামুর, ড. হালিম দাদ খান, কমল ঘোষ, ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম মেঘ, কামরুল ইসলাম, মিরাজুল ইসলাম জামান, সম্পাদকমণ্ডলীর সদস্য ও কাপাসিয়া উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদিদ আহমেদ সাদী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা